একটা মন্দির কত লোকের সংসার চালাতে পারে?

একটা মন্দির কত লোকের সংসার চালাতে পারে?

একটা মন্দির কত লোকের সংসার চালাতে পারে?
কিছু দিন আগে পরিবারের সঙ্গে মন্দির গিয়েছিলাম। এক দোকান থেকে প্রসাদ নিলাম, আরেক থেকে মালা। কেউ কেউ নারকেল ফলাদিও নিলেন। তাড়াতাড়ি দর্শন হল, পুজোও হয়ে গেল।

মন্দির ঘুরে ঘুরে দেখছিলাম কে কি বিকছে। ঠেলাওয়ালার কাছে চাট খেলাম। তারপর আরেক দোকানে জিলাপি, তারপর চা খেলাম। 

হঠাৎ খেয়াল করলাম এই ছোট মন্দির তো ৮০০/১০০০ লোকের রোজগার দিচ্ছে। আর এই কাজ তো কোনো কোম্পানি হাজার কোটি বিনিয়োগ করেও করতে পারবে না।

আর সবচেয়ে দেখার বিষয় হল কাদের রোজগার দিচ্ছে? তাদের কাছে কোনো কলেজের বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই। আর তাদের কাছে এতো পুঁজি নেই যে বড় ব্যাবসা করবে। এরা সমাজের অর্থব্যাবস্থার সব চেয়ে নীচের লোক। 

তাহলে মন্দির মানুষের রোজগার দেয় । তাহলে আমার দেশের বড় বড় মন্দির গুলি কত লোকের রোজগারের উৎস।

১. ধার্মিক বই ছাপাইকারী ও বিক্রেতাকে রোজগার দেয়।

২. মালা বিক্রেতা ,শঙ্খ ঘন্টা পুজা সামগ্রী বিক্রেতাকে রোজগার দেয়।

৩. ছোট ছোট মুর্তি ও ফটো বিক্রেতাকে দেয় রোজগার।

৪. মন্দিরের প্রসাদ বিক্রেতাকে রোজগার দেয়।

৫. রিক্সাওয়ালা যে ভক্তদের মন্দির পৌঁছে দেয়।

৬. ভারতের সমস্ত মন্দিরের পুজারীর সংখ্যা কয়েক লক্ষ, তাদের রোজগারের উৎস মন্দির।

৭. রেলওয়ের অর্থব্যাবস্থার প্রায় ১৮% দেয় মন্দির।

৮. দূর্গমস্থানের মন্দির যাবার জন্য প্রায় ৩৬০০০ খচ্চর ও খচ্চরওয়ালার রোজগার দেয় মন্দির।

৯. ভারতের প্রায় দুলক্ষ হোটেল মন্দিরের উপর নির্ভরশীল।

১০. মন্দিরের জন্যই কয়েক লক্ষ বিকলাঙ্গ ও ভিখারী রুজরুটি জোগাড় করে জীবিকা পালন করেন।

১১. মন্দিরের জন্য কয়েক লক্ষ বানর আর সাপ হত্যা না হয়ে বেঁচে আছে।

১২. সরকারের ঘরে কোটি কোটি টাকার ট্যাক্স ঢোকে। 

সনাতন ধর্ম ওই কোটি কোটি মানুষের রোজগার দেয় যাঁরা প্রকৃত গরীব, যাঁরা বেশি লেখাপড়া করেনি তাদের না আছে পুঁজি না চাষ করার জমি।

 যার কেউ নেই তার রাম আছে, তার শিব আছে ,শ্যাম আছে।

এই মন্দির এক এমন রোজগারের উৎস যেখানে হরতাল নেই‚ লক আউট নেই।

মন্দিরের নামে যে সব ব্যাক্তিদের অ্যালার্জি আছে তাদের বলবো ঘরকুনো হয়ে বসে বসে ডিঙ্গি না হেঁকে বেশি দুরে নয় বাড়ির কাছেই তারাপীঠ থেকে একটু ঘুরে আসুন, দেখবেন কত হাজার লোকের রোজগার হচ্ছে এবং সরকারের ঘরে কতটা ট্যাক্স যাচ্ছে! কোটি কোটি টাকা খরচ করে তৈরি কোনো ফ্যাক্টরিও এতো লোকের রোজগার দিতে পারে না।

      🚩 জয় শ্রী রাম🚩—🙏— 🚩জয় হিন্দু রাষ্ট্র🚩

উপসংহার:

আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নিলাম একটা মন্দির কত লোকের সংসার চালাতে পারে। আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের বোঝার মত হয়েছে। যদি ভালো লাগে আর যদি আপনাদের উপকারে আসে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানান। সুস্থ থাকুন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *