একদিনে ত্বক হবে দুধের মতো ফর্সা উজ্জ্বল: Glowing Skin

একদিনে ত্বক হবে দুধের মতো ফর্সা উজ্জ্বল: Glowing Skin

একদিনে ত্বক হবে দুধের মতো ফর্সা উজ্জ্বল: Glowing Skin
একদিনে ত্বক হবে দুধের মতো ফর্সা উজ্জ্বল: Glowing Skin

মুখ থেকে কালো দাগ তুলে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে চাও তাহলে করে নাও বাড়িতে বসে এই সেরা ফেসিয়ালটা। 

আমরা প্রায় সকলেই পার্লারে গিয়ে থাকি মুখটা কে ফর্সা করার জন্য, মুখ থেকে কালো ট্যান তুলে দেওয়ার জন্য আর মুখে একটা গ্লো আনার জন্য। কিন্তু এইগুলো পার্লারে করতে গেলে সেটা বেশ ব্যয় বহুল হয়। তো আজকে আমরা আলোচনা করব খুবই ভালো একটা গ্লো ফেসিয়াল নিয়ে। যেটা করতে আমাদের মাত্র ১০ টাকা খরচ হবে। তবে এটা একটা কথা এই ফেসিয়ালটি প্রতিদিন করা যাবে না এটা মাসে এক থেকে দুই বার করা যেতে পারে।

উপাদান: 

  1. নারকেল তেল 
  2.  ফেয়ার এন্ড লাভলী 
  3. চিনি 
  4. লেবুর রস 
  5. চালের গুঁড়ো

পদ্ধতি: 

  • সবার প্রথমে মুখটা একটা পরিষ্কার ভিজে কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপর পাঁচ থেকে ছয় ফোটা নারকেল তেল হাতে নিতে হবে। হাতের মধ্যে ভালো করে ঘসে নেওয়ার পর ভালো ভাবে মুখের মধ্যে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করার পর ভিজে কাপড় দিয়ে আবার মুখটা মুছে নিতে হবে।
  • এরপর তৈরি করব ফেসপ্যাক টা। তৈরি করার জন্য প্রয়োজন ফেয়ার এন্ড লাভলী অর্ধেক চামচ, অর্ধেক চামচ চিনি, অর্ধেক চামচ লেবুর রস। ভালো ভাবে মিশিয়ে নেওয়ার পর অর্ধেক চামচ চালের গুড়ো দিয়ে আবারো ভালো ভাবে মেশাতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যায়।
  • তারপর ওই প্যাকটা পুরো মুখে ভালো ভাবে লাগিয়ে নিতে হবে বিশেষ করে মুখের যে জায়গাগুলোতে কালো দাগ বা ডার্ক স্পট গুলো আছে সেই জায়গাগুলোতে ভালো করে ম্যাসাজ করতে হবে।
  • দশ মিনিট রেখে দিতে হবে তারপর আবারও একটু ম্যাসাজ করে নিতে হবে। তারপর পরিষ্কার ভিজে কাপড় দিয়ে মুখটা মুছে নিতে হবে। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। 
  • তারপর মুখে একটা মশ্চারাইজার ক্রিম লাগাতে হবে। 

তবে এই ফেসিয়ালটা রাতের বেলায় করতে হবে। যদি দিনের দিকে করেন তাহলে মুখটা কালো হয়ে যাবে। কারণ দিনের বেলায় রোদ থাকে আর রোদে বেরোলেই মুখটা আবার কালো হয়ে যাবে। তাই এই পদ্ধতিটি রাতের বেলায় করায় শ্রেয়। আরেকটি কথা এটি মাসে এক থেকে দুই বারের বেশি যেন প্রয়োগ না করা হয়। 

এটা খুবই প্রয়োজনীয় কথা, আমাদের ত্বক বিশেষ করে মুখের ত্বক অনেক বেশি সংবেদনশীল। তাই কোন রকম অসস্তিবোধ হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *