জানেন কি, কি হয় ত্বকে বরফ লাগালে? ত্বকে বরফ লাগানো ভালো না খারাপ, Skin care with Ice

জানেন কি, কি হয় ত্বকে বরফ লাগালে? ত্বকে বরফ লাগানো ভালো না খারাপ, Skin care with Ice 

জানেন কি, কি হয় ত্বকে বরফ লাগালে? ত্বকে বরফ লাগানো ভালো না খারাপ, Skin care with Ice
জানেন কি, কি হয় ত্বকে বরফ লাগালে? ত্বকে বরফ লাগানো ভালো না খারাপ, Skin care with Ice 

আমরা কম-বেশি সকলেই জানি ত্বকে বরফ লাগানো ভালো। ত্বকের কি উপকার হয় তা কিন্তু অনেকেই জানি না। আজকে আমরা জেনে নেব ত্বকে বরফ লাগালে কি হয়।

  1. ত্বকে বরফ লাগালে ত্বক অনেক বেশি স্মুথ হয়। 
  2. যাদের অয়েলি স্কিন তাদের কিছুটা হলেও অয়েল কমে যায় বরফ লাগালে। 
  3. ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে বরফ। 
  4. ত্বকের সানট্যান দূর করতে সাহায্য করে বরফ। 
  5. ত্বকে বরফ লাগানোর ফলে ত্বকের মেকআপ ভালোভাবে বসে যায়। 
  6. ত্বকে ব্রন দূর করতে সাহায্য করে বরফ।
  7. চোখের ফোলা ভাব কমাতে সাহায্য করে বরফ। 

  • তবে একটা কথা মনে রাখা খুবই প্রয়োজন। বরফ দিনে একবারই লাগানো উচিত। বরফ লাগানোর সময় সীমা হল এক থেকে দুই মিনিট পর্যন্ত।

বরফ কিভাবে লাগাবেন 

  1. সোজাসুজি মুখের মধ্যে বরফ লাগাতে পারেন। 
  2.  একটা সুতির নরম কাপড়ের মধ্যে তিন চার টুকরো বরফ ভরে মুখের মধ্যে লাগাতে পারেন।
  3. তবে মনে রাখতে হবে বরফটা ঘুরিয়ে ঘুরিয়ে মুখের মধ্যে লাগাতে হবে। 

মুখে বরফ লাগানোর ক্ষতিকর দিক 

  1. যাদের ত্বক রুক্ষ তাদের ত্বক, আরও বেশি রুক্ষ হয়ে যাবে বরফ লাগালে।
  2. অনেকক্ষণ ধরে বরফ লাগানোর ফলে ত্বক পুড়ে যেতে পারে। 
  3. কাপড় দিয়ে বরফ লাগানোর সময় মুখের ত্বক কেটে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *