প্রখর গ্রীষ্ম করুন ত্বককে দ্বিগুণ ফর্সা: Besan Facial

প্রখর গ্রীষ্ম করুন ত্বককে দ্বিগুণ ফর্সা: Besan Facial

প্রখর গ্রীষ্ম করুন ত্বককে দ্বিগুণ ফর্সা: Besan Facial
প্রখর গ্রীষ্ম করুন ত্বককে দ্বিগুণ ফর্সা: Besan Facial

একদিনেই ত্বককে উজ্জ্বল ফর্সা করতে চান, তাহলে এই ফেসিয়ালটা করতে পারেন। যা আপনার ত্বককে করে দেবে দ্বিগুণ ফর্সা। বাড়িতে থাকা বেশ কিছু উপাদান দিয়ে এই তৈরি হয়ে যাবে এই প্যাকটা।

এইচ ফেসিয়ালটার নাম হল থ্রি স্টেপ বেসন জেল। এই পদ্ধতিতে তিনটি ধাপে হবে তাই এর নাম দেওয়া হয়েছে থ্রি স্টেপ বেসন জেল। 

পদ্ধতি

প্রথম ধাপ: ক্লিনজার বা পরিষ্কার করা 

এই বেসন ফেসিয়ালের প্রথম ধাপ হল ক্লিনজার। এই ক্লিনজার তৈরি করার জন্য সবার প্রথমে প্রয়োজন এক চামচ বেসন, এক চামচ গোলাপ জল। এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে মুখের মধ্যে লাগাতে হবে। লাগানোর পর এক মিনিট ধরে মুখটাকে ভালো করে ম্যাসাজ করতে হবে তারপর একটা ভিজে কাপড় দিয়ে মুছে দিতে হবে মুখটাকে। 

দ্বিতীয় ধাপ: স্ক্রাবিং 

এই বেসন ফেসিয়াল এর দ্বিতীয় ধাপ হল স্ক্রাবিং। এটা করার জন্য প্রয়োজন ১ চামচ বেসন, ১ চামচ চালের গুড়ো, ১ চামচ নারকেল তেল, ১ চামচ গোলাপ জল, ১ চামচ সাধারণ জল। এই উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে প্যাক। তারপর প্যাকটা সারা মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে। হালকা হাতে এটা স্ক্রাবি বা রগরাতে হবে এক মিনিট ধরে। তারপর একটা ভিজে পরিষ্কার কাপড় দিয়ে মুখটা মুছে দিতে হবে। 

তৃতীয় ধাপ: প্রলেপ

১ চা চামচ চিনি, অর্ধেক চামচ অ্যালোভেরা জেল, ১ চামচ বেসন, অর্ধেক চামচ লেবুর রস, অর্ধেক চামচ কস্তুরী হলুদ বা বোনও হলুদ। এই উপাদানগুলো ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। তারপর মুখের মধ্যে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট রাখতে হবে। রাখার পর ভিজে কাপড় দিয়ে মুখটা মুছে নিতে হবে আর জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর একটা মশ্চারাইজার ক্রিম মুখে লাগিয়ে নিতে হবে। 

এই পদ্ধতিটি দিনে যে কোন সময় প্রয়োগ করা যেতে পারে। সপ্তাহে এক থেকে দুই বার করা যেতে পারে। 

এটা খুবই প্রয়োজনীয় কথা, আমাদের ত্বক বিশেষ করে মুখের ত্বক অনেক বেশি সংবেদনশীল। তাই কোন রকম অসস্তিবোধ হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *