![]() |
ফিরে দেখা – আমার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প. A Short story on Rabindranath Tagore by me |
ফিরে দেখা – আমার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প. A Short story on Rabindranath Tagore by me
কয়েক দিন আগেকার কথা। সেদিন হঠাৎ শুনি যে রবি ঠাকুর নাকি এবার ফিরে এসেছেন শান্তিনিকেতনে। আমি তো এ কথাটা শুনে পুরো অবাক হয়ে গেছি। খবর সত্যি নাকি এটা জানার জন্য প্রথমে বোলপুরের বন্ধুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। প্রায় সবার ফোনে ব্যস্ত। তারপর একজন ঘুরিয়ে ফোন করলো। কেমন আছিস, কি করছিস এসব খবর পরে হবে। আগে বল রবি ঠাকুর নাকি ফিরে এসেছেন? তখন বন্ধু বলছে সত্যি!
তখন আমি দেরী না করে তাড়াতাড়ি করে রওনা হলাম বোলপুরের পথে। বাসস্ট্যান্ডে এসে দেখি প্রচুর ভিড়। বাসে কোন রকমে উঠে পড়লাম। তারপর দেখি বাসে ভিড় বাড়তেই থাকে। আবার অনেকে গাড়ি ভাড়া করে যাচ্ছে। রাস্তাতেও অনেক ভিড়। তারপর কোন রকমে বোলপুর লজ মোড়ে নামলাম। এক বন্ধুর সাইকেলে করে শান্তিনিকেতনে পৌঁছে গেলাম।
শান্তিনিকেতনে গিয়ে দেখি, ওমা একি কান্ড! রবি ঠাকুরের লম্বা দাড়ি, গোঁফ, লম্বা চুল, ধুতি, পাঞ্জাবি কিছুই নেই। দেখতেও তো আর পাঁচটা আধুনিক ছেলের মতোই চুলের স্টাইল, দাড়ি স্টাইল, পোশাক-আশাক সবই যে এখনকার ছেলেদের মত। এসব দেখে আমরা ফিরে চলে আসছিলাম।
তখন কয়েক জন লোক বলতে বলতে যাচ্ছে রবি ঠাকুরের পুনর্জন্ম হয়েছে। তিনি নাকি তার ঘন্টা তলার সেই গাছটা নেই, দেখে খুব দুঃখ পেয়েছেন। সেই ছাতিম তলা নেই। সেই পুরনো শান্তিনিকেতন আর নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে।
এমন সময় মা ডাকছে আর কত ঘুমাবি রে, এবার ওঠ বেলা হয়েছে। ঘুম থেকে উঠে দেখি আমি আমার বাড়ির বিছানাতে শুয়ে আছি। কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর! কোথায় শান্তিনিকেতন!
আচ্ছা, যদি সত্যিই রবীন্দ্রনাথ ঠাকুর ফিরে আসেন! যদি এই ঘটনাটা ঘটে তবে কেমন হতো?
প্রথম কিছু টা পড়ার পর সত্যি ভেবেছিলাম।
এই আরও গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ 🙏