মা সরস্বতীর প্রণাম মন্ত্র : Saraswati Pranam Mantra (Saraswati Puja Mantra)
![]() |
মা সরস্বতীর প্রণাম মন্ত্র |
মা সরস্বতী হলেন আমাদের বিদ্যার দেবী। আমাদের সরস্বতী দেবীর প্রণাম মন্ত্রটি আমাদের সকলেরই জেনে রাখা উচিত । পড়াশোনা শুরু করার আগে, বই এর সামনে হোক অথবা মা সরস্বতী দেবীর মূর্তির সামনে ভক্তি ভরে এই মন্ত্র টি পাঠ করে তবেই শুরু করা উচিত। আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নেব মা সরস্বতীর প্রণাম মন্ত্রটি।
মা সরস্বতীর প্রনাম মন্ত্রটি হল –
ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমস্তুতে।।
তারপর, আমাদের মা সরস্বতীর বন্দনা মন্ত্র পাঠ করবেন –
মা সরস্বতীর বন্দনা মন্ত্র:
জয়জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তা হারে । বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে।।
তারপর, মা সরস্বতীর প্রার্থনা মন্ত্র পাঠ করবেন ।
মা সরস্বতীর প্রার্থনা মন্ত্র:
ওঁ যথা ন দেবো ভগবান ব্রহ্মা লোকপিতমহঃ। ত্বং পরিত্যজ্য সংতিষ্ঠেৎ তথাভব বরপ্রদ।। ওঁ বেদা শাস্ত্রাণি সর্ব্বাণি নৃত্যগীতাদিকঞ্চযৎ। না বিহীনা ত্বয়া দেবীর তথা মে সন্তু সিদ্ধয়ঃ।।
ওঁ লক্ষীর্মেধা ধারা তুষ্টি গৌরি পুষ্টিঃ প্রভা ধৃতি। এতাভিঃ পাহি তনুভিরষ্টাভির্মাং সরস্বতী।।
উপসংহার:
আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নিলাম মা সরস্বতীর প্রনাম মন্ত্রটি (Saraswati Puja Mantra)। মা সরস্বতীর বন্দনা মন্ত্র এবং প্রার্থনা মন্ত্র। আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের বোঝার মত হয়েছে। যদি ভালো লাগে আর যদি আপনাদের উপকারে আসে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানান। সুস্থ থাকুন। ধন্যবাদ।