![]() |
মা সরস্বতীর প্রার্থনা মন্ত্র |
মা সরস্বতীর প্রার্থনা মন্ত্র: Saraswati Prathana Mantra (Saraswati Puja Mantra in Bengali)
মা সরস্বতীর হলে আমাদের বিদ্যার দেবী। আর আমাদের বিদ্যার দেবীর প্রার্থনা করার সময় যে মন্ত্রটি পড়া হয় সেটি হল মা সরস্বতীর প্রার্থনা মন্ত্র। আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নেব মা সরস্বতীর প্রার্থনা মন্ত্রটি।
মা সরস্বতীর প্রার্থনা মন্ত্রটি হল-
ওঁ যথা ন দেবো ভগবান ব্রহ্মা লোকপিতমহঃ। ত্বং পরিত্যজ্য সংতিষ্ঠেৎ তথাভব বরপ্রদ।। ওঁ বেদা শাস্ত্রাণি সর্ব্বাণি নৃত্যগীতাদিকঞ্চযৎ। না বিহীনা ত্বয়া দেবীর তথা মে সন্তু সিদ্ধয়ঃ।।
ওঁ লক্ষীর্মেধা ধারা তুষ্টি গৌরি পুষ্টিঃ প্রভা ধৃতি। এতাভিঃ পাহি তনুভিরষ্টাভির্মাং সরস্বতী।।
উপসংহার:
আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নিলাম মা সরস্বতীর প্রার্থনা মন্ত্রটি (Saraswati Puja Mantra in Bengali )। আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের বোঝার মত হয়েছে। যদি ভালো লাগে আর যদি আপনাদের উপকারে আসে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানান। সুস্থ থাকুন। ধন্যবাদ।