মা সরস্বতীর বন্দনা মন্ত্র: Saraswati Bandana Mantra
![]() |
মা সরস্বতীর বন্দনা মন্ত্র |
মা সরস্বতীর হলে আমাদের বিদ্যার দেবী। আর আমাদের বিদ্যার দেবীর বন্দনা করার সময় যে মন্ত্রটি পড়া হয় সেটি হল মা সরস্বতীর বন্দনা মন্ত্র। আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নেব মা সরস্বতীর বন্দনা মন্ত্রটি।
মা সরস্বতীর বন্দনা মন্ত্র:
জয়জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তা হারে । বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে।।
উপসংহার:
আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নিলাম মা সরস্বতীর বন্দনা মন্ত্রটি। আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের বোঝার মত হয়েছে। যদি ভালো লাগে আর যদি আপনাদের উপকারে আসে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানান। সুস্থ থাকুন। ধন্যবাদ।