মা সরস্বতীর স্তব মন্ত্র: Saraswati Staba mantra (Saraswati Puja Mantra in Bengali )
![]() |
মা সরস্বতীর স্তব মন্ত্র |
মা সরস্বতীর হলে আমাদের বিদ্যার দেবী। আর আমাদের বিদ্যার দেবীর স্তব করার সময় যে মন্ত্রটি পড়া হয় সেটি হল মা সরস্বতীর স্তব মন্ত্র। আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নেব মা সরস্বতীর স্তব মন্ত্রটি।
মা সরস্বতীর স্তব মন্ত্র
শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা। শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।। শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা। শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারবভূষিতা। বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ। পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।। স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্। যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।
উপসংহার:
আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নিলাম মা সরস্বতীর স্তব মন্ত্রটি (Saraswati Puja Mantra in Bengali)। আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের বোঝার মত হয়েছে। যদি ভালো লাগে আর যদি আপনাদের উপকারে আসে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানান। সুস্থ থাকুন। ধন্যবাদ।