YouTube Income per 1000 views |
Youtube Income per 1000 views: ১০০০ views অর্থাৎ traffic জন্য আপনি কত টাকা পাবেন? ১০০০০ পেজ views এর জন্য আপনি কত টাকা পাবেন?
যদি আপনাদের মনে এই প্রশ্নটা ঘুরপাক খায়, তাহলে আমি প্রতি এক হাজার সাবস্ক্রাইবে কত টাকা আয় করতে পারে, আজ আপনার এই সন্দেহ দূর হবে।
বর্তমান যুগে কম-বেশি সবাই অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাই। আর অনলাইনে আয় করার সবথেকে সহজ উপায় হল ইউটিউব ( YouTube )। কম-বেশি প্রায় সকলেই জানেন কিভাবে ইউটিউবে একটি চ্যানেল তৈরি করতে হয়। কিন্তু শুধুমাত্র ইউটিউবারাই জানে তারা ইউটিউব থেকে টাকা Income করতে পারে।
বন্ধুরা আপনাদের মনে যদি এই প্রশ্নটিই চলছে, ইউটিউবে কত টাকা দেওয়া হয়, ১০০০ সাবস্ক্রাইবের জন্য আপনি কত টাকা পেতে পারেন, আপনি ইউটিউবে ১০০০ viewsয়ের জন্য কত টাকা পেতে পারেন, ইউটিউব কোন সময় টাকা দেয়, একটি লাইকের জন্য কত টাকা দেয়, ইউটিউবে কে সব থেকে বেশি টাকা উপার্জন করে, তো আজকে আমরা আমাদের আর্টিকেলটিতে এই সব প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।
প্রতি ১০০০ Views জন্য কত টাকা Income হয়?
একটি কথা প্রথমেই বলে দাও ভালো যে YOUTUBE Subscription বা লাইকের জন্য কোন রকম টাকা দেয় না। ইউটিউব শুধু মাত্র ভিডিও দেখার জন্য অর্থ প্রদান করে থাকে। যদি আপনার ইউটিউব চ্যানেলে এক মিলিয়ন বা ১০০০ অথবা তার থেকেও বেশি সাবস্ক্রিপশন থাকে এবং আপনি যদি AdSense জন্য Apply না করে থাকেন তাহলে একটা পয়সাও পাবেন না।
আপনারা যদি মনে করে থাকেন যে ইউটিউব আপনার সাবস্ক্রিপশনের জন্য টাকা দেয় তবে এটি আপনাদের মন থেকে ধুয়ে মুছে ফেলুন। কারণ এইরকম কিছু ঘটনা ঘটে না। Subscriber এর সাহায্যে আমরা এই সুবিধা পাই, যখন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন, তাহলে তখন সেই ব্যক্তির কাছে একটি নোটিফিকেশন যায়, যার ফলে সেই ব্যক্তি জানতে পারেন যে আমাদের ভিডিও Upload হয়েছে এবং আপনার ভিডিওটি views পাবে।
ইউটিউবে যদি কোন কিছু গুরুত্বপূর্ণ হয় তবে তা হল 'views এবং অ্যাডস মনিটাইজেশন'। আপনার বা আপনাদের চ্যানেল যদি মনিটাইজ না হয় তবে আপনি বা আপনার যদি ইউটিউব চ্যানেলে প্রচুর views পান তবে আপনি কোন রকম সুবিধা পাবেন না ও আপনি কোন রকম টাকা পাবেন না।
কিন্তু যদি আপনার বা আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যাড থাকে এবং প্রচুর পরিমাণে ভিজিটর আসে তাহলে আপনি প্রতি ভিডিও বাবদ টাকা পাবেন। এখন তাহলে আপনার মাথায় এই প্রশ্নটা আসছে যে, আপনার ইউটিউবে কত views এর জন্য আপনি কত টাকা পাবেন?
ইউটিউবে কত views এর জন্য কত টাকা পাবেন?
ইউটিউবে ১০০০ views-র জন্য ১$ (এক ডলার) থেকে ২$ (দু ডলার) এর মধ্যে দেওয়া হয় অনেক সময় আবার ০$ (শূন্য ডলার) ও দেওয়া হয়ে থাকে এডসেন্স থেকে টাকা উপার্জন স্থির নয়। তবে আমরা বলতে পারি তা হলো এক হাজার views হয়ে কত টাকা আয় করা যায়।
কারণ টাকা আই নির্ভর করে তিনটি জিনিসের ওপর - views, ক্লিক, CPC।
১. views:
যদি আপনার চ্যানেলে views ও ট্রাফিক ইউএস থেকে আছে তাহলে আপনি প্রতি ১০০০ viewsতে ১$ (এক ডলার) থেকে ২$ (দু ডলার) উপার্জন করতে পারবেন। আর যদি traffic ও views ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশ থেকে আসে তাহলে আপনি ০.২০ থেকে ০.৯০ সেন্ট পর্যন্ত উপার্জন করতে পারবেন। আর এটি যদি মধ্যে খানে এবং আপনার যদি অনেক বেশি CPC কিবোর্ড থাকে তাহলে এটি থেকে আরো অনেক বেশি টাকা আয় করতে পারবেন।
২. ক্লিক:
আপনার ইউটিউব চ্যানেলে views আপনার নয়। যদি আপনার ইউটিউব চ্যানেলে ১০০০ views-তে একটি বিজ্ঞাপন ক্লিক না হয় তাহলে আপনার Income ০$ (শূন্য ডলার) হতে পারে। কিন্তু এই রকম ঘটনা সাধারণত ঘটে না, ১০০০ viewsতে কম করে ৬০ থেকে ৭০ বেশি ক্লিক হয়।
৩. CPC:
যদি আপনার ইউটিউব চ্যানেলে ১০০০ views তে ১০০ জন আপনার অ্যাড এ ক্লিক করে, আর CPC যদি ০.৭ হয় তাহলে আপনার আয় ৭$ হতে পারে।
তাহলে এখন আপনার অথবা আপনাদের মনে সব রকমের সন্দেহ অবশ্যই দূর হয়ে গেছে। যে প্রতি ১০০০ সাবস্ক্রাইবার এ কত টাকা পাওয়া যায় এবং প্রতি ১০০০ সাবস্ক্রাইবেরে কত টাকা পাওয়া যায়, চ্যানেলের সম্পূর্ণ করা আছে তবেই আপনি YOUTUBE চ্যানেল থেকে টাকা Income করতে পারবেন।
উপসংহার:
আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নিলাম ১০০০ Views অর্থাৎ traffic জন্য আপনি কত টাকা পাবেন, ১০০০০ পেজ views এর জন্য আপনি কত টাকা পাবেন সম্পর্কে। আশা করি আপনাদের কাছে আমাদের এই আর্টিকেলটি বোঝার মতো হয়েছে। যদি ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমাদের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ বন্ধুদের। সুস্থ থাকুন।