Durga Puja: দুর্গা পুজো আর কতদিন বাকি? Durga Puja 2023 Bengali date calendar ? |
Durga Puja: দুর্গা পুজো আর কতদিন বাকি? Durga Puja 2023 Bengali date calendar ?
বন্ধুরা, আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নেব এ বছর দুর্গা পুজো অর্থাৎ ২০২৩ সালে দুর্গা পুজো কবে, কখন এই সব নিয়ে আলোচনা করব। আপনারা যদি জানতে চান তাহলে আমাদের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
Must read : माँ दुर्गा के 108 नाम - Maa Durga ke 108 Naam
দুর্গা পুজো কখন ? Durga Puja 2023 Bengali date calendar ?
বন্ধুরা আপনাদেরকে সকলকে আমার তরফ থেকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। দুর্গাপূজো হল আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব। যা আমাদের গোটা দেশ জুড়ে পালিত হয়। দুর্গা পুজোকে আমরা শারদ উৎসব ও বলে থাকি।
দুর্গাপুজোর এই চারটি দিনের জন্য আমরা বাঙালিরা পুরো বছর অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা আসবে। আমাদের এই আর্টিকেলটিতে আপনারা জানতে পারবেন যে ২০২৩ সালে দুর্গাপুজো কখন, কোন সময় হবে কবে অষ্টমী, নবমী, কখন, অষ্টমী লাগছে ছাড়ছে এসবই জানতে পারবেন আমাদের এই আর্টিকেলটিতে। কখন ঘর ভরার সময়, কখন ঘর বিসর্জন হবে।
দুর্গা পুজো কখন?
সাধারণত পুজো শুরু হয় ষষ্ঠীর দিন থেকে।
- মহা পঞ্চমী - বৃহস্পতিবার ১৯ শে অক্টোবর ২০২৩ অর্থাৎ পয়লা কার্তিক ১৪৩০।
- মহা ষষ্ঠী - শুক্রবার ২০ অক্টোবর ২০২৩। অর্থাৎ ২ রা কার্ত্তিক ১৪৩০।
- মহা সপ্তমী - শনিবার ২১ শে অক্টোবর ২০২৩। অর্থাৎ ৩ য় কার্তিক ১৪৩০।
- মহা অষ্টমী - রবিবার ২২ শে অক্টোবর ২০২৩ অর্থাৎ ৪ ঠা কার্তিক ১৪৩০।
- মহা নবমী - সোমবার ২৩ শে অক্টোবর ২০২৩ অর্থাৎ ৫ ই কার্তিক ১৪৩০।
- মহা দশমী - মঙ্গলবার ২৪ শে অক্টোবর ২০২৩ অর্থাৎ ৬ ই কার্তিক ১৪৩০। মঙ্গলবার মা দুর্গা প্রতিমা বিসর্জনে দিন উদযাপিত হবে।
উপসংহার:
বন্ধুরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এবছর অর্থাৎ ২০২৩ সালে দুর্গা পুজো কবে হবে। আশা করি বন্ধুরা, আপনারা যেখানেই থাকুন না কেন দুর্গা পুজো অবশ্যই পালন করবেন কারণ এটি আমাদের শ্রেষ্ঠ উৎসব।
আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নিলাম এ বছর অর্থাৎ ২০২৩ সালে দুর্গা পুজো কবে সম্পর্কে। আশা করি আপনাদের কাছে আমাদের এই আর্টিকেলটি বোঝার মতো হয়েছে। যদি ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমাদের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ বন্ধুদের। সুস্থ থাকুন।