কিভাবে Axis Bank থেকে Personal Loan নেবেন?
কিভাবে Axis Bank থেকে ব্যক্তিগত লোন নেবেন? আপনার হয় তো এমন পরিস্থিতি যে আপনার অর্থের প্রয়োজন আর আপনার কাছে অর্থ নেই তখন, লোনের খুবই প্রয়োজন। তখন আপনি নিশ্চয়ই কোন না কোন ব্যাংকে থেকে লোন নেবেন বা নিচ্ছেন। অথবা আপনি হয়তো সুদের টাকা ধার নিচ্ছেন।
আজকে আমরা আপনাদের সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি। যদি যদি কখনো টাকা লাগে, তাই কারো কাছে টাকা ধার চাইতে হবে না। অনেক সময় এরকম পরিস্থিতি তৈরি হয় যে আপনার অথবা আমাদের টাকার প্রয়োজন হয়। এইরকম পরিস্থিতিতে কি করবেন আপনি। আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে আলোচনা করব Axis Bank থেকে personal কিভাবে নেওয়া যায়। এই লোন নেওয়ার কি সুবিধা অসুবিধা এসব বিষয় নিয়ে আলোচনা করব।
AXIS Bank-এর Personal Loan-এর বিবরণ:
আপনি AXIS Bank থেকে personal Loan সর্বাধিক ৫০,০০,০০০ টাকা পর্যন্ত নিতে পারেন। যাতে সুদের হার হবে ৬.৯০ শতাংশ। এই লোনটি শুধুমাত্র ২১ থেকে ৬০ বছরের ব্যক্তিদের দেওয়া যাবে। আপনার প্রতি মাসে কম করে ১৫,০০০ টাকা আয় হতে হবে। প্রসেসিং ফি লাগবে ১.৫%। লোনের সময় কাল হবে ৬০ মাস অর্থাৎ পাঁচ বছর।
Axis Bank এর সুদের হার:
অনলাইন হোক অথবা অফলাইন যেকোনো ধরনের লোন নেওয়ার আগে আপনাদের অবশ্যই সুদের হার সম্পর্কে জেনে নেওয়া দরকার। কারণ লোনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো সুদ, আর যত বেশি সুদ, ততো বেশি গ্রাহকের ক্ষতি। এইরকম পরিস্থিতিতে আপনাদের সুদের হার্ট সম্পর্কে জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যাতে ভবিষ্যতের লোন শোধ করা আপনার জন্য যেন সহজ হয়। Axis Bank এর সাহায্যে আপনাকে ৬.৯০% বাৎসরিক সুদ দিতে হবে। এরপরেও আপনাকে প্রসেসিং ফি হিসেবে দিতে হবে ১.৫ শতাংশ। তবে প্রসেসিং ফ্রি কিন্তু একবারই দিতে হবে, লোন নেওয়ার সময়ই আপনাকে এই প্রসেসিং ফি দিতে হবে।
AXIS Bank-এর personal Loan এর যোগ্যতা:
- AXIS Bank-এর personal Loan পেতে গেলে আপনার বয়স কম করে ২১ বছরের বেশি হওয়া উচিত এবং ৬০ বছর বেশি নয়।
- মাসিক আয় হতে হবে কম করে ১৫,০০০ টাকা।
- ন্যূনতম লোনের পরিমাণ ৫০,০০০ টাকা।
- সবচেয়ে বেশি লোনের পরিমাণ ৫০,০০,০০০ টাকা।
- লোন শোধ করার সময়কাল সব থেকে বেশি ৩০ বছর।
- আবেদনকারী পেশা অর্থাৎ বেতনপ্রাপ্ত নথি।
AXIS Bank-এর personal Loan এর প্রয়োজনীয় নথি:
- আবেদনপত্র
- পরিচয় প্রমাণ হিসাবে - আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ফটো, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স।
- ঠিকানার প্রমাণপত্র হিসেবে - আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ফটো, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- গত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- মাসিক আয় এর সংসদ পত্র তার সাথে বেতন স্লিপ ২ কপি।
- আর আপনার দ্বারা স্বাক্ষরিত লোন চুক্তি।
AXIS Bank personal Loan অনলাইনে আবেদন:
- AXIS Bank থেকে অনলাইন এবং অফলাইন দুই ভাবেই লোন নিতে পারেন।
- AXIS Bank থেকে লোন নিতে হলে প্রথমে আপনাকে AXIS Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর আপনি যদি নতুন গ্রাহক হন তাহলে ব্যাংকে গিয়ে আপনার একাউন্ট তৈরি করা উচিত।
- তারপর আপনাকে personal Loan বেছে নিতে হবে।
- তারপর আপনাকে Apply Now এতে ক্লিক করতে হবে।
- এরপর আপনার সামনে একটি নতুন page খুলে যাবে। সেখানে আপনাকে বলতে হবে আপনি নতুন নাকি পুরনো গ্রাহক।
- তারপর আপনাকে নতুন ফর্মে পুনঃনির্দেশিত করা হবে।
- যেখানে আপনাকে KYC সম্পর্কিত এবং ব্যাংককে প্রাথমিক তথ্য দিতে হবে।
- এই সমস্ত তথ্য পূরণ করার পর আপনাকে ফর্মটি জমা করে দিতে হবে।
- তারপর আপনার ফর্মটি পর্যালোচনার জন্য যাবে।
- ব্যাঙ্ক আপনার সমস্ত নোথির সত্যতা যাচাই করবে।
- এই পুরো প্রক্রিয়াটি এক মাস সময় লাগবে হতে। আপনার লোন অনুমোদিত হলে আপনার লোনের পরিমাণ ৩০ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
এই ভাবে আপনি AXIS Bank থেকে personal Loan নিতে পারবেন।
AXIS Bank-এর personal Loan এর হেল্পলাইন নম্বর:
AXIS Bank-এর কাস্টমার কেয়ার সপ্তাহের ৭ দিনই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যত্ন সহকারে গ্রাহক সুবিধা প্রদান করে থাকে।
AXIS Bank-এর হেল্পলাইন নম্বরটি হল - +৯১-২২-২৪২৫২৫২৫ / ৪৩২৫২৫২৫
+৯১-২২-২৪২৫১৮০০
উপসংহার:
আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নিলাম AXIS Bank থেকে personal Loan লোন নেওয়ার পদ্ধতি সম্পর্কে। আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের বোঝার মত হয়েছে। যদি ভালো লাগে আর যদি আপনাদের উপকারে আসে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানান। সুস্থ থাকুন। ধন্যবাদ।
Loan
উত্তরমুছুন