HDFC Business Loan Interest Rate, Eligibility, Documents. |
HDFC Business Loan, Interest Rate, Eligibility, Documents. কিভাবে HDFC Bank থেকে Business Loan নেওয়ার হয়? HDFC Bank থেকে Business Loan এখন online-এ এপ্লাই করুন। অনেক সময় আমাদের এরকম হয় যে ব্যবসায়িক পরিকল্পনা আছে, কিন্তু আর্থিক অভাবের জন্য আমাদের ব্যবসা আমরা শুরু করতে পারছি না। আবার এরকমও হয় যে ব্যবসা বাড়ানোর প্রয়োজন কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে আমরা আমাদের ব্যবসা বৃদ্ধি করতে পারছি না।
আপনি যদি কোনরকম ব্যবসার সঙ্গে জড়িত থাকেন এবং আপনার ব্যবসার জন্য লোনের প্রয়োজন হয় তাহলে HDFC Bank-এর Loan আপনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী বিকল্প হতে পারে।
আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নেব HDFC Bank-এর Business Loan সম্পর্কে। HDFC Bank-এর Business Loan এর সুদের হার কত, অনলাইন লোন নেওয়া পদ্ধতি ইত্যাদি।
HDFC Bank-এর Business Loan-এর বিবরণ:
আপনি HDFC Bank থেকে Business Loan সর্বাধিক ৫০০০০০০ টাকা পর্যন্ত নিতে পারেন। যাতে সুদের হার হবে ১১.৯০ শতাংশ। এই লোনটি শুধুমাত্র ২১ থেকে ৬৫ বছরের ব্যক্তিদের দেওয়া যাবে।
HDFC Bank-এর Business Loan এর সুদের হার:
আপনাদেরকে যে কোন ব্যাংক থেকে লোন নেওয়ার আগে সব সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যার মধ্যে সবথেকে প্রধান হল সুদের হার। সাধারণত সুদের হার যেকোনো লোনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। সুদের হারের ওপরেই নির্ভর করে লোন নেওয়া উপকারী না ক্ষতিকর।
এইরকম পরিস্থিতি যে কোন লোন বেছে নেওয়ার সময় সুদের হার সম্পর্কে সঠিক তথ্য খুবই দরকারী জিনিস। আর একটা কথা বন্ধুরা যে ব্যাংকে আপনাকে সর্বনিম্ন সুদে এবং সর্বোচ্চ সংখ্যক বছরের জন্য ঋণ দেয় সেই ব্যাংক থেকে লোন নেওয়া খুবই উপকারী বলে মনে করি।
গ্রাহকের আবাসিক অবস্থানের ওপর নির্ভর করে অনেকটা সুদের হার ওঠানামা করতে পারে।
Read more: কিভাবে SBI Yono অ্যাপ থেকে ব্যক্তিগত লোন নেবেন?
HDFC Bank-এর Business Loan এর প্রয়োজনীয় নথি:
- PAN card - ফর্ম / কোম্পানি / ব্যক্তির জন্য।
- পরিচয় প্রমাণ হিসাবে - আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ফটো, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স।
- ঠিকানার প্রমাণপত্র হিসেবে - আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ফটো, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- CA সার্টিফাইড হওয়ার পর গত দু বছরের আয় ব্যালেন্স সিট, লাভ ও লোকসানের অ্যাকাউন্ট গণনা সহ নতুন ITR।
- ধারাবাহিকতার প্রমাণপত্র।
- অন্যান্য নথি, অংশীদারি দলিলের জেরক্স ইত্যাদি।
HDFC Bank-এর Business Loan এর যোগ্যতা:
- HDFC Bank-এর Business Loan পেতে গেলে আপনার বয়স কম করে ২১ বছরের বেশি হওয়া উচিত এবং ৬৫ বছর বেশি নয়।
- আপনার যদি ব্যক্তিগত ব্যবসা হয় তার জন্য লোন নিতে চান তাহলে আপনার বার্ষিক টার্ণওভার ৪০ হাজারের বেশি হওয়া উচিত।
- আর আপনি যদি নতুন ব্যবসার জন্য লোন নিতে চান তাহলে আপনার ব্যবসায় কম করে তিন থেকে পাঁচ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। যাতে আপনি আপনার ব্যবসা সঠিকভাবে চালাতে পারেন আর লাভ অর্জনের পাশাপাশি আপনার ব্যাংকের লোন ও পরিশোধ করতে পারেন।
- আর আপনার যদি ইতিমধ্যে ব্যবসায় আছেন এবং এর জন্য একটি বিজনেস লোন নিতে চান, তবে এর জন্য আপনার প্রয়োজন আপনার ব্যবসার বয়স কম করে দু'বছর হওয়া উচিত, আর আপনার আয় ১.৫ লাখ টাকার থেকে বেশি হওয়া উচিত।
HDFC Bank-এর Business Loan অনলাইনে নেওয়ার পদ্ধতি:
- HDFC Bank থেকে অনলাইন এবং অফলাইন দুইভাবেই লোন নিতে পারেন।
- HDFC Bank থেকে লোন নিতে হলে প্রথমে আপনাকে HDFC Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখে দিতে হবে।
- আপনি যদি নতুন গ্রাহক হন তবে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, নতুন করে ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে।
- তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে তারপর বিভিন্ন রকমের অপশন দেখাবে। যার মধ্যে আপনাকে অফার এর ওপরে ক্লিক করতে হবে অথবা লোন সেকশনের ওপর ক্লিক করতে হবে।
- লোন সাকশনের ওপর ক্লিক করার পর আপনি নানা রকমের লোন দেখতে পাবেন। যার মধ্যে আপনাকে Business Loan গ্রোথ বেছে নিতে হবে।
- তারপর আপনাকে Apply Now এতে ক্লিক করতে হবে।
- এরপর আপনার সামনে একটি নতুন page খুলে যাবে। যেখানে আপনাকে আপনার সম্বন্ধে প্রাথমিক তথ্য চাওয়া হবে। যেমন শংসাপত্র, আধার কার্ড, আয়ের শংসাপত্র ইত্যাদি।
- তারপর আপনাকে লোনের পরিমাণ এবং লোনের মেয়াদ নির্বাচন করতে হবে।
- তারপরে আপনাকে লোন চুক্তির ফ্রম দেখানো হবে, লোনচক্রের সমস্ত শর্তা বলে সমাধান নিয়ে পড়তে হবে। লোন এগ্রিমেন্ট অর্ডার পর 'I Agree' এতে ক্লিক করতে হবে।
- তারপরে আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে। আর ওটিপি পূরণ করে ফর্মটি জমা দিতে হবে।
- এরপরে আপনার ফর্মটা পর্যালোচনা করা হবে এবং সত্যতা যাচাই করার পর আপনার ব্যাংক একাউন্টে লোনের পরিমাণ ক্রেডিট করবে।
- এইভাবে আপনি HDFC Bank থেকে Business Loan নিতে পারবেন।
HDFC Bank-এর Business Loan এর হেল্পলাইন নম্বর:
HDFC Bank-এর কাস্টমার কেয়ার সপ্তাহের সাত দিনই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যত্ন সহকারে গ্রাহক সুবিধা প্রদান করে থাকে।
HDFC Bank-এর হেল্পলাইন নম্বরটি হল - ১৮০০ ২৫৮ ৩৮৪৮ টোল ফ্রি নাম্বার।
উপসংহার:
আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নিলাম HDFC Bank থেকে Business Loan লোন নেওয়ার পদ্ধতি সম্পর্কে। আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের বোঝার মত হয়েছে। যদি ভালো লাগে আর যদি আপনাদের উপকারে আসে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানান। সুস্থ থাকুন। ধন্যবাদ।