SBI PERSONAL LOAN : কিভাবে SBI Yono অ্যাপ থেকে ব্যক্তিগত লোন নেবেন? কিভাবে SBI Yono অ্যাপ থেকে ব্যক্তিগত লোন নেবেন? আপনার হয় তো এমন পরিস্থিতি যে আপনার অর্থের প্রয়োজন আর আপনার কাছে অর্থ নেই তখন, লোনের খুবই প্রয়োজন। তখন আপনি নিশ্চয়ই কোন না কোন ব্যাংকে থেকে লোন নেবেন বা নিচ্ছেন। অথবা আপনি হয়তো সুদের টাকা ধার নিচ্ছেন।
আজকে আমরা আপনাদের সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি। যদি যদি কখনো টাকা লাগে, তাই কারো কাছে টাকা ধার চাইতে হবে না। অনেক সময় এরকম পরিস্থিতি তৈরি হয় যে আপনার অথবা আমাদের টাকার প্রয়োজন হয়। এইরকম পরিস্থিতিতে কি করবেন আপনি।
আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে আলোচনা করব SBI Yono অ্যাপ থেকে পার্সোনাল লোন কিভাবে নেওয়া যায়। এই লোন নেওয়ার কি সুবিধা অসুবিধা এসব বিষয় নিয়ে আলোচনা করব।
Yono SBI personal loan কী?
আপনি যদি কখনো কোন ধরনের অর্থ সংকটে পড়েছেন অথবা আপনার যদি হঠাৎ করে অনেক টাকার প্রয়োজন হয় তখন SBI আপনাদের জন্য একটি চমৎকার আবেদন নিয়ে চলে এসেছে। যার সাহায্যে আপনি যেকোনো সময় যে কোন জায়গা থেকে ১৫০০০০০ টাকা পর্যন্ত লোনের জন্য এপ্লাই করতে পারেন। SBI Yono অ্যাপ কে নিয়ে কথা বলছি। SBI Yono এই অ্যাপের মাধ্যমে SBI তার গ্রাহকদের ১৫০০০০০ টাকা পর্যন্ত অনলাইনে লোন প্রদান করছে যার ওপর বার্ষিক ৯.৬০ টাকা সুদ নিচ্ছে ব্যাংক।
আর সব থেকে সহজ ব্যাপারটি হল এই SBI Yono অ্যাপ থেকে পার্সোনাল লোন নেওয়ার পদ্ধতি খুবই সহজ। আপনি খুব সহজেই লোন নিতে পারবেন এবং লোন অনুমোদিত হওয়ার পর আপনার অ্যাকাউন্টে ঋণের পরিমাণ জমা হয়ে যাবে। যা আপনাকে পাঁচ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এছাড়াও আপনাকে শুধুমাত্র দুই শতাংশ লোন প্রক্রিয়াকরণ Fee দিতে হবে। একটা কথা মনে রাখবেন, ঋণের পরিমাণ ব্যক্তি প্রতি পরিবর্তন হতে পারে। লোনের পরিমাণ আপনার সিভিল স্কোর এর উপর অনেকটা নির্ভর করে থাকে।
Yono অ্যাপ থেকে লোন নিতে হলে আপনাকে প্রথমে Google Play Store থেকে এটি download করতে হবে। তারপরে রেজিস্ট্রেশনের পরে, আপনি শুধুমাত্র চারটে ক্লিক এই লোন নিতে পারবেন।
কিন্তু এই সুযোগ-সুবিধা বর্তমানে শুধুমাত্র SBI গ্রাহকদের জন্যই উপলব্ধ আছে। কিভাবে SBI Yono অ্যাপ থেকে ব্যক্তিগত বা পার্সোনাল লোন নেওয়া যায়।
SBI Yono লোন এর যোগ্যতা:
- SBI account নাম্বারের শেষ চার অংকের PAPL SMS করতে হবে ৫৬৭৬৭৬ নাম্বারে।
- SBI Yono অ্যাপ থেকে লোন নিতে আপনার মাসিক আয় কম করে ৫০০০ টাকা হতে হবে।
- আপনার জন্য একটি সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। একাউন্টের ধরন অনুসারে অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স বজায় রাখতে হবে সব সময়।
- যখন আবেদনকারী YONO তে log in করবেন তখন একটি আগে অনুমোদিত SBI personal loan বা ব্যক্তিগত লোন অফার পাওয়া উচিত।
- SBI থেকে personal loan নিতে হলে আপনি SBI Yono অ্যাপে লোনের যোগ্যতার মানদণ্ড জানতে জানতে পারবেন। নিচে দেওয়া নাম্বারে একটি এসএমএস পাঠিয়েও তথ্য পেতে পারেন।
- SBI account নাম্বারের শেষ চার অংকের PAPL SMS করতে হবে ৫৬৭৬৭৬ নাম্বারে।
SBI Yono personal loan এর জন্য নথি:
- SBI Yono অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করার সময় আধার কার্ডের দরকার।
- সবার প্রথমে আপনাকে ১৬ নাম্বারের একটি ফ্রম ফিলাপ করতে হবে।
- তারপরে পরিচয় পত্র হিসেবে আপনাকে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ইত্যাদি সাহায্য নিতে হবে।
- তারপর আপনাকে আপনার স্থায়ী বাসিন্দার ঠিকানা দিতে হবে। যার জন্য আপনাকে ইলেকট্রিক বিল অথবা রেশন কার্ড দেখাতে পারেন।
- তারপর আপনাকে আপনার পাসপোর্ট সাইজের একটি ফটো আপলোড করতে হবে। আপনার যদি পাসপোর্ট সাইজের ফটো না থাকে তাহলে আপনি আপনার একটি সেলফি তুলে আপলোড করতে পারেন।
- তারপরে আপনাকে আপনার বেতন স্লিপ আপলোড করতে হবে। আর আপনার যদি বেতন স্লিপ না থাকে তাহলে আপনি ব্যাংক স্টেটমেন্টও দিতে পারেন।
- যখন আপনি কোম্পানি অনুযায়ী উপরে উল্লেখিত পয়েন্ট গুলি সম্পূর্ণ করবেন, তখন তারপরে কোম্পানি আপনার লোন অনুমোদন করবে। তারপর কোম্পানি আপনার বেতন স্লিপ অথবা ব্যাংক স্টেটমেন্ট দেখে ঠিক করবে আপনাকে যে পরিমাণে উপযুক্ত, সেই পরিমাণে লোন দেবে।
SBI Yono সুদের হার:
অনলাইন হোক অথবা অফলাইন যেকোনো ধরনের লোন নেওয়ার আগে আপনাদের অবশ্যই সুদের হার সম্পর্কে জেনে নেওয়া দরকার। কারণ লোনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো সুদ, আর যত বেশি সুদ, ততো বেশি গ্রাহকের ক্ষতি।
এই রকম পরিস্থিতিতে আপনাদের সুদের হার্ট সম্পর্কে জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যাতে ভবিষ্যতের লোন শোধ করা আপনার জন্য যেন সহজ হয়। SBI Yono অ্যাপের সাহায্যে আপনাকে ৯.৬০% বাৎসরিক সুদ দিতে হবে। এরপরেও আপনাকে প্রসেসিং ফি হিসেবে দিতে হবে দুই শতাংশ। তবে প্রসেসিং ফ্রি কিন্তু একবারই দিতে হবে, লোন নেওয়ার সময়ই আপনাকে এই প্রসেসিং ফি দিতে হবে।
SBI Yono personal loan এর মেয়াদের হার:
SBI Yono personal loan শোধ করার সর্বনিম্ন সময় ৭২ মাস দেওয়া হয়ে থাকে, তবে সর্বোচ্চ সময় ৫ বছর পর্যন্ত। তবে এই সময়কাল আপনার লোনের পরিমাণের ওপর নির্ভর করে যা ৭২ মাসের বেশিও হতে পারে, আবার কম হতে পারে। এছাড়াও আপনি লোন পরিশোধের সীমাও বেছে নিতে পারেন।
কিভাবে SBI Yono অ্যাপ থেকে personal loan নেওয়া যায়?
- সবার প্রথমে SBI Yono অ্যাপটি ডাউনলোড করতে হবে।
- তারপর অ্যাপটি খোলার পর আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে।
- তারপরে আপনাকে SBI Yono তে একটা প্রোফাইল তৈরি করতে হবে।
- এরপরে আপনাকে Pree approve loan অফার দিয়ে আপনাকে লোন বেছে নিতে হবে।
- তারপরে আপনাকে লোনের মেয়াদ বেছে নিতে হবে।
- এরপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে।
- তারপরে আপনাকে আপনার ব্যক্তিগত তথ্যগুলো পূরণ করতে হবে। যেমন আপনার বয়স, প্যান কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার ইত্যাদি।
- আপনি যখন আপনার এইসব তথ্যগুলি দিয়ে পূরণ করবেন তখনই আপনি জানতে পারবেন যে আপনি এই লোনের যোগ্য কি না। আপনি যদি যোগ্য হওয়া হন তাহলে তারপর আরো এগিয়ে যান।
- এরপরে আপনি যদি একবার লোন নেওয়ার অনুমোদন বা পারমিশন পান তাহলে আপনি লোনের জন্য এপ্লাই করতে পারেন।
- এরপর লোন approve হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে।
SBI Yono অ্যাপ লোন কাস্টমার কেয়ার নাম্বার:
SBI এর toll free number আছে যার সাহায্যে আপনি আপনার SBI personal loan এর প্রশ্নের উত্তর পেতে কাস্টমার কেয়ার বিভাগে পৌঁছাতে পারবেন। কাস্টমার কেয়ার নাম্বার গুলো হল ১৮০০ ১১ ২২১১ ও ১৮০০ ৪২৫ ৩৮০০। এছাড়াও কাস্টমার কেয়ার টিমের সঙ্গে যোগাযোগ করতে হলে টোল ফ্রি নাম্বার, ০৮০ ২৬৫৯৯৯৯০ ডায়াল করতে পারেন। আশা করি এইভাবে কেউ যেকোনো রকমের সুবিধা অথবা অসুবিধা সম্পর্কে জানতে পারবেন এবং অভিযোগ করতে পারবেন।
SBI Yono personal loan এর পর্যালোচনা:
SBI Yono অ্যাপের সাহায্যে personal loan নেওয়া খুবই সহজ। যেটা আপনি সহজে ঘরে বসে সম্পন্ন করতে পারবেন। আপনাকে লোন নেওয়ার জন্য আগেকার মতো ব্যাংকে বা অন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। না আছে কোন কাগজপত্রের ঝামেলা। SBI Yono personal loan প্রক্রিয়া খুবই সহজ।
যেটা যে কোন সাধারণ মানুষই পূর্ণ করতে পারবে। কিন্তু ঋণের সুদের হার বেশ কিছুটা বেশি হয়ে যায়। বেশির ভাগ গ্রাহকের কাছেই ৯.৬০ শতাংশ বেশি সুদের হার হয়ে যায়। SBI এর বেশ কিছু নিজস্ব মানদণ্ড আছে। যার ভিত্তিতে ঠিক করা হয়ে থাকে কোন গ্রাহক বা কোন ব্যক্তি কত টাকার লোন নিতে পারে। আর লোনের সুদের হার কত শতাংশ কোন গ্রাহক এর লোন দিতে হবে। তবে Google Play Store-এ SBI Yono অ্যাপটির ভালো র্্যাঙ্ক আছে।
আর একটি কথা SBI Yono অ্যাপের মাধ্যমে লোন নেওয়া একদম নিরাপদ। তবে যেকোনো রকমের লোন নেওয়ার আগে অবশ্যই আর্থিক ঝুঁকি সম্পর্কে জেনে নেওয়া খুবই ভালো।
উপসংহার:
আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নিলাম Yono SBI personal loan সম্পর্কে। আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের বোঝার মত হয়েছে। আর আমাদের এই আর্টিকেলটি আপনাদের যদি ভালো লাগে, উপকারে আসছে বলে মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানান। সুস্থ থাকুন। ধন্যবাদ।