Policy Bazaar Bike Insurance কীভাবে Online এ করতে হয়?
আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিমান সম্পর্কে অনেক কথা শুনে থাকি। আবার অনেক সময় আমরা নিজেদের বীমাও করেছি। যখন বীমা অথবা লোনের কথা আছে তখন আমরা এই শব্দগুলিতেই ভয় পায়। আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে Policy Bazaar Bike Insurance নিয়ে আলোচনা করব।
Policy Bazaar Bike Insurance কি?
Policy Bazaar Bike Insurance কোম্পানি আর গ্রাহকের মধ্যে একটি যুক্তি। যার ভিত্তিতে গ্রাহকের ইন্স্যুরেন্স কেনার সময় কিছু প্রেমিয়ামের পরিমাণ দিতে হবে। প্রিমিয়ামের পরিমাণ শোধ করার পর কোম্পানি গ্রাহককে এই সুবিধা প্রদান করে থাকে। গ্রাহকের বাইক ভবিষ্যতে কোনরকম প্রাকৃতিক ক্ষতির সম্মুখীন হলে এটি কোম্পানির দ্বারা ক্ষতিপূরণ করা হয়ে থাকবে। এই ক্ষতি যে কোনো রকমের হতে পারে। যেমন বাইক চুরি হওয়া অথবা অন্য কোন প্রাকৃতিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া। এই সমস্ত পরিস্থিতিতে কোম্পানির বাইক এর মালিক কে আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
কত রকমের বাইক ইন্সুরেন্স আছে?
- First party bike insurance
- Second party bike insurance
- Third party bike insurance
First party bike insurance:
First party bike insurance হল প্রধান যা তিন রকমের ইন্সুরেন্স এর সঙ্গে মেলে। First party bike insurance এর অধীনে যদি বাইকের মালিক দুর্ঘটনায় আহত হন বাইকটিও আহত হয়। তাই এরকম পরিস্থিতিতে কোম্পানি মালিক ও বাইক উভয়েরই আর্থিক নিরাপত্তা প্রদান করে থাকে। First party insurance গাড়ি এবং গাড়ির মালিক উভয়কেই আর্থিক ভাবে কোম্পানি দ্বারা ক্ষতি পূরণ দেওয়া হয়ে থাকে।
Second party bike insurance:
Second party bike insurance হলো সেই বীমা যেখানে গাড়ির মালিক বীমা কোম্পানিকে প্রিমিয়াম হিসেবে একটি পরিমাণে অর্থ প্রদান করে এবং সেই পরিমাণে বিনিময়ে বীমা কোম্পানি গ্রাহকে একটি বীমা পলিসি প্রদান করে থাকে। প্রকৃত পক্ষে এই পলিসি বাজারে Second party bike insurance ধারণা নেই, এটি শুধু মাত্র একটি শব্দ।
Third party bike insurance:
Third party bike insurance হল আপনার বাইকের আঘাতে আহত কোন ব্যক্তি যদি আপনার বাইকের বিরুদ্ধে দাবি করেন তাহলে এই ব্যক্তিকে থার্ড পার্টি বলা হয়। Third party bike insurance হল এমন একটি বীমা যেখানে বীমা পলিসি গাড়ির মালিক এবং যানবাহনকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করে।
তাই আমরা যখনই একটি নতুন বাইক কিনব তখনই পাঁচ বছরের জন্য Third party bike insurance কেনা বাধ্যতামূলক।
Policy Bazaar থেকে কিভাবে Bike Insurance করা যায়?
- Policy Bazaar থেকে Insurance পেতে গেলে আপনাকে প্রথমে Google Chrome এ যেতে হবে, Policy Bazaar সার্চ করতে হবে।
- যেখানে আপনি home page এ নানা রকমের insurance সম্পর্কে দেখতে পাবেন।
- আপনি যেহেতু bike insurance policy কিনতে চান তাই আপনাকে two wheeler insurance এতে click করতে হবে। তারপর আপনাকে আপনার বাইক সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য চাওয়া হবে।
- তারপর আপনি যে ইন্সুরেন্স কোম্পানি থেকে ইন্সুরেন্স পলিসি কিনতে চান সেটা বেছে নেবেন।
- তারপর আপনাকে আপনার বাইকের মডেল, ভেরিয়েন্ট আর সিসি বেছে নিতে হবে।
- তারপর আপনাকে নিবন্ধন বছরে প্রবেশ করতে হবে। আপনার বাইকটি যদি নতুন হয় তাহলে I have a brand new bike এতে ক্লিক করতে হবে।
- তারপর ইন্সুরেন্স কোম্পানি থেকে আপনাকে প্রিমিয়াম চার্ট দেখানো হবে।
- তারপর আপনাকে NAV মান নির্বাচন করতে হবে।
- তারপরে আপনার প্রয়োজনীয় তথ্য যেমন আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পিন কোড ইত্যাদি সমস্ত রকম তথ্য সরবরাহ করতে হবে।
- তারপর আপনাকে continue to step 2 এতে click হবে।
- দ্বিতীয় ধাপে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যেমন ব্যক্তির নাম, তার বয়স লিখতে হবে।
- তারপর আপনাকে তৃতীয় ধাপে যেতে হবে।
- তৃতীয় ধাপে আপনাকে বাইকের রেজিস্ট্রেশন নাম্বার, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, রেজিস্ট্রেশনের তারিখ ইত্যাদি সমস্ত রকম তথ্য দিতে হবে।
- তারপর শেষ ধাপে আপনার বিবরণ যাচাই করতে হবে। বিস্তারিত ভাবে যাচাই করার পরে আপনি প্রিমিয়াম প্রদান করবেন। প্রেমেন্ট দেওয়ার জন্য আপনি UPI ও debit card মত মাধ্যম বেছে নিতে পারেন।
কিভাবে two wheeler insurance policy document download করবেন?
আপনারা যদি পলিসি বাজার থেকে two wheeler insurance policy কিনে থাকেন তাহলে আপনাকে document download নিয়ে বেশি কিছু চিন্তা করতে হবে না। এর কারণ হল Policy Bazaar থেকে বীমা কেনার সময় Policy Bazaar আপনাকে আপনার ইমেইল আইডি জিজ্ঞাসা করে, একবার টাকা দেওয়া বা অর্থ প্রদান করা হলে পলিসিন নথি ইমেল আইডিতে পাঠানো হয়।
তাই আপনি আপনার ইমেইল আইডিতে গিয়ে পলিসি ডকুমেন্ট পেতে পারেন। এটি এখন থেকে ডাউনলোড করুন এবং ভবিষ্যতে প্রয়োজন হতে পারে বলে এটি ভালো করে রাখুন।
এছাড়াও আপনি যে কোম্পানি পলিসি ব্যবহার করছেন তার অফিসিয়াল ওয়েবসাইটে যান তারপর আপনাকে পলিসি ধরন জিজ্ঞাসা করা হবে। তারপর আপনার পলিসিতে ক্লিক করুন। তারপর আপনাকে এখানে আপনার পলিসের প্রয়োজনীয় সমস্ত তথ্য লিখে দিতে হবে। তারপরে আপনার নীতিটি যাচাই করা হবে। তারপর আপনার নেটের একটি প্রিন্ট নিতে পারেন। আপনি যেকোন উপায়ে আপনার পলিসি ডকুমেন্ট বের করতে পারেন।
Policy Bazaar থেকে কেন two wheeler insurance কিনবেন?
- আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার ফোন থেকে Policy Bazaar two wheeler insurance কিনতে পারবেন।
- Policy Bazaar two wheeler Insurance কেনার জন্য আপনাকে অতিরিক্ত কোন ফি দিতে হবে না।
- আপনার আগে Insurance সম্পর্কে আপনাকে কোন তথ্য দিতে হবে না। আপনি যদি ৯০ দিনের মধ্যে ইন্সুরেন্স সম্পন্ন করেন।
- এই ইন্সুরেন্স কিনতে আপনাকে কোনরকম কাগজপত্রের মাধ্যম দিয়ে যেতে হবে না।
- Policy Bazaar এর টিম আপনাকে আপনার দাবি নিজ প্রতি করতে সাহায্য করে।
- Policy Bazaar তার গ্রাহকদের অনলাইনে সাহায্য করে থাকে।
উপসংহার:
আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নিলাম Policy Bazaar Bike Insurance সম্পর্কে। আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের বোঝার মত হয়েছে। যদি ভালো লাগে আর যদি আপনাদের উপকারে আসে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানান। সুস্থ থাকুন। ধন্যবাদ।