কীভাবে EMI-তে মোবাইল কিনবেন |
কীভাবে EMI-তে মোবাইল কিনবেন?
কীভাবে EMI-তে মোবাইল কিনবেন? অনলাইন কিস্তি পার ডেবিট কার্ড থেকে EMI কি করে কিনবেন। আজকালকার দিনে একটি স্মার্ট ফোন থাকা এখনকার জেনারেশনে একটা ফ্যাশনে পরিণত হয়েছে। সবাই ভালো মোবাইল ফোন পাওয়ার চেষ্টা করে থাকে।
মোবাইলের দাম ডবল ফিগার থেকে বৃদ্ধি হতে শুরু করেছে লক্ষতে। সাধারণত আজকালকার তরুণ তরুণীরা মোবাইলের প্রতি অন্যরকম একটা ভালোবাসা অনুভব করছে। এই কারণেই মোবাইল ফোনের দাম ব্যাপক ভাবে বাড়ছে। আপনি যদি একটা স্মার্ট মোবাইল ফোন কিনতে চান তাহলে আপনাকে কম করে ১০,০০০ টাকা খরচ করতেই হবে। অনেক সময় এরকম পরিস্থিতি তৈরি হয় যে আপনার কাছে এত টাকা নেই। তাহলে এরকম পরিস্থিতিতে প্রশ্ন জাগে যে যদি আপনাদের স্মার্ট মোবাইল ফোনের প্রয়োজন হয় তাহলে কিভাবে মোবাইল ফোন কিনব?
আপনি একটি মোবাইল ফোন কিনতে চাইলেও কম টাকা থাকার কারণে মোবাইল ফোন কিনতে পারছেন না। আপনি এই নিয়ে চিন্তিত থাকবেন না কারণ আজকে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই সমস্যার একটি সমাধান। আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নেব কিভাবে কিস্তিতে মোবাইল ফোন কিনতে পারবেন। মোবাইল ফোন কেনার সময় আপনাকে কিছু টাকা দিতে হবে।
কীভাবে EMI-তে মোবাইল কিনবেন?
- আপনি দুটি পদ্ধতিতে মোবাইল ফোন কিনতে পারবেন অনলাইন এবং অফলাইন। এখন কিস্তিতে অনলাইনে মোবাইল ফোন কেনার বিষয়ে কথা বলব।
- আপনি আগে ঠিক করুন কোন ওয়েবসাইট থেকে মোবাইল ফোন কিনতে চান। Amazon অথবা Flipkart থেকে আমরা মোবাইল কিনে থাকি। এই দুটির মধ্যে যে কোন একটি বেছে নিন।
- এরপর আপনাকে আপনার পছন্দের মোবাইল ফোনটি বেছে নিতে হবে।
- মোবাইলের দাম এবং অন্যান্য সমস্ত তথ্য চেক করার পর আপনি Buy Now অপশন এ ক্লিক করবেন। তারপরে আপনাকে আপনার বাসস্থানের ঠিকানা লিখতে হবে।
- তারপরে আপনি এখন প্রেমেন্ট বিকল্প পাবেন। যেখানে আপনাকে EMI তে ক্লিক করতে হবে। এখানে আপনাকে আপনার EMI সম্পর্কে সমস্ত রকম তথ্য দেওয়া হবে। প্রত্যেক মাসে আপনাকে কত করে EMI দিতে হবে?
- তারপরে আপনি নানা রকম ব্যাংকের অপশন দেখতে পাবেন। আপনার কাছে যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে ও ক্রেডিট কার্ড আছে সেটি বেছে নিতে হবে। তারপর আপনাকে শুধুমাত্র এখানে EMI ও সুদের হার সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে।
- তারপর আপনি আপনার সুবিধামতো লোনের মেয়াদ বেঁচে নিতে পারেন। মোবাইল ফোনের জন্য আপনি তিন মাস, ছয় মাস, নয় মাস ও এক বছরের লোনের মেয়াদ বেছে নিতে পারেন। তারপর আপনাকে আপনার ক্রেডিট কার্ডের বিবরণ পূরণ করতে হবে। আর আপনাকে কিছু ডাউন পেমেন্ট করতে হবে। প্রেমেন্ট করার সময় আপনার ফোনে ওটিপি আসবে। তারপর ওই ওটিপি প্রবেশ করার পরেই প্রেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
কীভাবে credit card ছাড়া EMI-তে মোবাইল কিনবেন?
- বন্ধুরা আমাদের সবার কাছে ক্রেডিট কার্ড তো নেই। এইরকম পরিস্থিতিতে যাদের ক্রেডিট কার্ডের সুবিধা নেই তাদের জন্য সমস্যা সৃষ্টি হয়।
- আপনার আশেপাশে মোবাইল ফোন বিক্রির অনেক দোকান থাকবে যে দোকানে গিয়ে আপনি জেনে নেবেন মোবাইল দেয় কি করে। এই ধরনের দোকান আমাদের আশেপাশে অবশ্যই পাওয়া যায়।
- আপনি যদি আপনার আশেপাশের না পান তাহলে বড় বাজারে গিয়ে খোঁজ নিন। যেখানে আপনাকে মোবাইল ফোন পেতে আপনার নথিপত্র যেমন আধার কার্ড, পরিচয় পত্র, ছবি জমা দিতে হবে। এছাড়াও আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট পাস বইয়ের এক কপি জেরক্স দোকানদারের কাছে জমা দিতে হবে।
- তারপরে আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর দোকানদার আপনাকে আপনার হাতে মোবাইল ফোন দেবে। তারপর প্রতি মাসে মাসে আপনার কিস্তি পরিশোধ করতে হবে। আপনি কিস্তি পরিশোধ করতে না পারলে মোবাইল ফোন বিক্রেতা আপনার কাছ থেকে আপনার ফোন ফেরত নিতে পারেন। আর আপনি যদি মোবাইল ফোন ফেরত না দেন, তাহলে দোকানদার আইনি ব্যবস্থাও নিতে পারেন।
- এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে অফলাইন এবং অনলাইন থেকে মোবাইল ফোন কিনতে পারবেন। EMI-তে মোবাইল কেনার সুবিধা হল আপনাকে একবারে পুরো টাকাটা দিতে হবে না। যা আপনি সহজেই মাসের পর মাস এটি পুনরায় পূরণ করতে পারবেন।
কিভাবে Debit Card থেকে EMI-তে মোবাইল কিনবেন?
- EMI-তে কেনাকাটার করার সুবিধা শুধুমাত্র ক্রেডিট কার্ড ধারীদের দেওয়া হয়েছিল। কিন্তু সবার কাছে তো ক্রেডিট কার্ডের সুবিধা না থাকার কারণে অনেকের কাছে EMI-তে কেনাকাটা করা কঠিন হতে শুরু করেছে। তারপর অনেক ব্যাঙ্ক ডেবিট কার্ডের সুবিধা দিয়েছে। এখানে আপনি ডেবিট কার্ডের সাহায্যে EMI-তে মোবাইল কিনতে পারবেন। তবে এটি মনে খুব রাখা আজও আপনি অনেক ব্যাংক থেকে ডেবিট কার্ডের EMI-তে সাহায্যে লোন নিতে পারবেন না। কয়েকটি নির্বাচিত ব্যাংকে এই সুবিধা দেওয়া হয়েছে। কিভাবে অনলাইনে ডেবিট কার্ডের সাহায্যে মোবাইল ফোন EMI-তে কিনতে পারবেন।
- ডেবিট কার্ড দিয়ে আপনি মোবাইল ফোন কিনতে হলে আপনাকে Amazon অথবা Flipkart এর যে কোন ওয়েবসাইট থেকে আপনার পছন্দের মোবাইল ফোনটি নির্বাচন করতে হবে। আপনি যখন সেই মোবাইল ফোনের প্রেমেন্ট বিকল্প গুলিতে যাবেন তখন আপনি ডেভিড কার্ডের EMI দেখতে পাবেন।
- আপনাকে এই বিকল্প বেছে নিতে হবে, আর একই পদ্ধতি মধ্যে দিয়ে যেতে হবে যেমনটি আগে বলেছিলাম আপনাকে সুদের হার ও মাসিক EMI সম্পর্কে তথ্য দেওয়া হবে। তারপর আপনাকে আপনার ডেবিট কার্ডের নাম্বার জিজ্ঞাসা করা হবে। অবশেষে আপনাকে আপনার সমস্ত তথ্য পূরণ করতে হবে।
- আপনি যখন এই পদ্ধতি সম্পূর্ণ করবেন তারপরে আপনার মোবাইল আপনার ঠিকানায় পৌঁছে যাবে।
উপসংহার:
আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নিলাম কীভাবে EMI-তে মোবাইল কিনবেন। আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের বোঝার মত হয়েছে। যদি ভালো লাগে আর যদি আপনাদের উপকারে আসে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানান। সুস্থ থাকুন। ধন্যবাদ।