SBI Bank Car Loan |
SBI Bank থেকে Car Loan কিভাবে নেবেন?
SBI Bank থেকে Car Loan কিভাবে নেবেন? যখন লোকে গাড়ি কেনার কথা ভাবেন। কিন্তু অনেকেই পয়সার জন্য কিনতে পারেন না। তবে এবার আপনাদের গাড়ি কেনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। কারণ SBI bank এখন আপনাদেরকে কার লোন দেবে। আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নেব SBI bank থেকে Car লোন কিভাবে নিতে হয়, সুদের হার কত আরও অনেক কিছু.
SBI Bank-এর Car Loan-এর বিবরণ:
আপনি SBI Bank থেকে Car Loan ৩,০০,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০,০০০ টাকা পর্যন্ত নিতে পারেন। যাতে সুদের হার হবে ৮.৫০ শতাংশ হতে পারে। এই লোনটি শুধুমাত্র ২১ থেকে ৬৭ বছরের ব্যক্তিদের দেওয়া যাবে।
SBI Bank-এর Car Loan কত দিনের জন্য পাওয়া যাবে?
SBI Bank থেকে Car লোন নেওয়ার যোগ্যতা মানদণ্ডের জন্য আপনার কাছে থেকে যে সমস্ত কাগজপত্র এবং তথ্য চাওয়া হয়, লোনের পরিমাণ সেই ভিত্তিতে নির্ধারিত হয়। লোনের পরিমাণ অনুযায়ী লোন পরিশোধের সময় দেওয়া হয়ে থাকে। SBI Bank সব থেকে বেশি সাত বছরের জন্য হোম লোন অফার করে থাকে। আপনার লোনের পরিমাণ এর ওপর ভিত্তি করে আপনার সুদের হার অর্থাৎ EMI নির্ধারিত করা হয়।
SBI Bank-এর Car Loan এর সুদের হার:
আপনাদেরকে যে কোন ব্যাংক থেকে লোন নেওয়ার আগে সব সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যার মধ্যে সবথেকে প্রধান হল সুদের হার। সাধারণত সুদের হার যেকোনো লোনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। সুদের হারের ওপরেই নির্ভর করে লোন নেওয়া উপকারী না ক্ষতিকর। তবে SBI Bank এর Car লোনের সুদের হার ৮.৫০% থেকে ৯.৩৫% পর্যন্ত। আর প্রসেসিং ফি দিতে, এটা এক বারই দিতে হবে।
SBI Bank-এর Car Loan এর প্রসেসিং ফি কত?
SBI Bank এর ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী বর্তমানে Car লোনের ক্ষেত্রেও প্রযোজ্য প্রসেসিং ফি। প্রসেসিং ফি পুরোটাই নির্ভর করে আপনার লোনের ওপর। আপনি যদি ৫ লাখ টাকা পর্যন্ত গাড়ির লোন নেয় তাহলে আপনার প্রসেসিং ফ্রি হবে ১০০০ টাকা। আর আপনি যদি ৫ লাখ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে লোন নেন তাহলে আপনার প্রসেসিং ফি হবে ১৫০০ টাকা। আর আপনি যদি ১০ লক্ষ টাকার বেশি লোন নেন তাহলে আপনার প্রসেসিং ফি হবে ২০০০ টাকা।
SBI Bank থেকে Car Loan কি করে নেয়?
- সব ধরনের গাড়ি কিনতে আপনি SBI Bank-এর Car Loan নিতে পারেন। সেটা পুরোনো হোক বা নতুন গাড়ি হোক না কেন।
- SBI Bank-এর Car Loan সর্বনিম্ন ৩ লাখ টাকা এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা নিতে পারেন। তবে লোনের পরিমাণ আবেদনকারীর বার্ষিক বেতনের ওপর নির্ভর করে।
- SBI Bank-এর Car Loan এর সুদের হার ৮.৫০%।
- আবেদনকারী ন্যূনতম বয়স ২১ বছর।
- আবেদনকারীর বার্ষিক আয় কম করে তিন লাখ টাকা হতে হবে।
- SBI Bank লোনধারীরা গাড়ির অন রোড মূল্যের ৯০% পর্যন্ত খরচ বহন করে থাকে।
SBI Bank-এর Car Loan এর বৈশিষ্ট্য:
- SBI Bank থেকে কম সুদের হার এবং কম EMI-তে লোন নিতে পারেন।
- আপনাকে ৭ বছর পর্যন্ত লোন পরিশোধ করার একটি দীর্ঘ মেয়াদ দেওয়া হয়।
- SBI Bank আপনার কাছ থেকে কোন আগাম EMI নেয় না।
- SBI Bank আপনার দিক থেকে গাড়ির অন রোড মূল্যের ৯০% পর্যন্ত খরচ বহন করে থাকে।
- SBI Bank লোনের সঙ্গে সঙ্গে জীবন বীমাও কভার অফার করে।
- আপনি যদি সময়ের আগেই লোন সম্পূর্ণরূপে শোধ করতে পারেন তাহলে আপনাকে কোন প্রিপেমেন্ট চার্জ দিতে হবে না।
- এক বছর পর কোন রকম ফোরক্লোজার চার্জ নেওয়া হয় না।
SBI Bank-এর Car Loan এর যোগ্যতা:
- আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৬৭ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারীর বার্ষিক বেতন কম করে তিন লক্ষ টাকা হতে হবে।
SBI Bank-এর Car Loan এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট:
- আবেদনকারীর পরিচয় পত্র থাকা আবশ্যক।
- SBI Bank-এর Car Loan এর আবেদন পত্র অর্থাৎ Application form।
- গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- দুটি পাসপোর্ট সাইজ ফটো।
- পরিচয় প্রমাণ হিসাবে যেকোনো একটি - আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ফটো, ড্রাইভিং লাইসেন্স।
- ঠিকানার প্রমাণপত্র হিসেবে যেকোনো একটি - আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ফটো, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, সম্পত্তি করের রশিদ ইত্যাদি।
- যেকোনো একটি প্রয়োজন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ডের কপি।
- ঠিকানা প্রমাণ।
- গত দুই বছরের আয়কর রিটার্ন এবং ফর্ম নং ১৬।
- আয়ের প্রমাণের জন্য বেতন স্লিপ এবং ফ্রম নং ১৬।
SBI Bank-এর Car Loan কিভাবে আবেদন করবেন?
SBI Bank-এর Car Loan অনলাইন এপ্লাই করুন:
- সবার প্রথমে SBI Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর সেখানে একটা home page এতে মেনু বারে SBI loans এই লিংকে ক্লিক করতে হবে।
- তারপর কার লোন লিংকে ক্লিক করতে হবে।
- তারপর আপনাকে দুটি নতুন পেজ পুনর্ নির্দেশিত করা হবে এবং SBI এর মাধ্যমে অফার করা গাড়ি লোন এর পরিসরে আপনার সামনে খোলা হবে।
- তারপর আপনি যে লোন নিতে চান সেই লোনে ক্লিক করবেন।
- লোন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য গুলি ভালো ভাবে পড়বেন এবং যোগ্যতা নিশ্চিত করবেন।
- তারপর Apply Now ক্লিক করবেন।
- তারপর আপনি লোন অফার গুলি চেক করবেন এবং যে লোন নিতে চান সেটা বেছে নেবেন।
- তারপর আবেদন পত্রে একাউন্ট নাম্বার আপনার ঠিকানা নাম ইত্যাদি প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য লিখতে হবে।
- তারপর স্ক্যান কপিগুলি আপলোড করুন।
- তারপরে আবেদন পত্র পূর্ণ বিবরণ ও আপলোড করা নথি গুলি একবার চেক করে নিন।
- আবেদনপত্র জমা করে দিন সমস্ত রকম তথ্য নথি সঠিক হলে কিছু সময়ের মধ্যেই আপনার অ্যাকাউন্টে লোন অনুমোদন করা হবে।
SBI Bank-এর Car Loan অফলাইনে এপ্লাই করুন:
- সব থেকে আগে SBI Bank এর নিকটতম শাখায় যেতে হবে যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে।
- তারপর ব্যাংকের স্যারদের কাছে থেকে লোন সংক্রান্ত প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য সংগ্রহ করতে হবে।
- সুদের হার, প্রসেসিং ফি, secret charge সম্পর্কে ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে সমস্ত রকম তথ্য ও পেয়ে যাবেন।
- অনলাইনে application form download করতে হবে অথবা ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে।
- তারপর application form এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র গুলি সংযুক্ত করতে হবে।
- তারপর ব্যাংকের শাখায় আবেদন পত্র জমা দিতে হবে।
SBI Bank এর Helpline Number:
SBI customer care number: ১৮০০-১১-২২১১ / ৭২০৮৯৩৩১৪২ / ৭২০৮৯৩৩১৪৫
উপসংহার:
আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নিলাম SBI Bank থেকে Car Loan লোন নেওয়ার পদ্ধতি সম্পর্কে। আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের বোঝার মত হয়েছে। যদি ভালো লাগে আর যদি আপনাদের উপকারে আসে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানান। সুস্থ থাকুন। ধন্যবাদ।