গরমে চুলের সুরক্ষায় ৯টি টিপস্ : Hair Care
গরমে চুলের যত্ন না নিলে চুলের অনেক ক্ষতি হতে পারে। তাই ঠিকঠাক যত্ন না করতে পারলে নানা রকম চুলের সমস্যা দেখা দিতে পারে। আজকে জেনে নেব গরমে চুলের যত্ন কিভাবে করতে হয় এই সম্পর্কে ৯টি টিপস্।
গরমে চুলের সুরক্ষায় ৯টি টিপস্ Hair Care |
এবার আমরা সেই ৯টি টিপস্ জেনে নেব।
১. ফ্যানের হাওয়াতে চুল শুকিয়ে নিতে হবে
বাইরে থেকে ঘরে ফিরে চুলের গোড়া ভিজে গেলে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিতে হবে, ঘামে ভেজা চুল কখনোই বেঁধে রাখা যাবে না।
২. প্রতিদিন চুলে তেল দিতে হবে
প্রত্যেকবার চুলে শ্যাম্পু করার আগে কম করে এক ঘন্টা আগে চুলে তেল দিতে হবে। এটা চুলের ডিপকন্ডিশনিং এর কাজ করবে। চুলে তেল দেওয়ার আগে যদি তেলের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে লাগালে মাথায় খুশকি হবে না। এছাড়াও চুল পড়া কমাতে, আমলকির রস ও কাস্টার্ড অয়েল নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগাতে হবে। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। গরমে চুলের যত্ন নিতে তেল খুবই প্রয়োজনীয় উপাদান।
৩. নিয়মিত শ্যাম্পু করতে হবে
যাদেরকে প্রত্যেকদিন বাইরে যেতে হয়, তাদের প্রত্যেক দিন চুলে শ্যাম্পু করতেই হবে। আর চুলে শ্যাম্পু করলে অবশ্যই কন্ডিশনার লাগাতে হবে।
৪. চুলে হেনা ও টক দই প্যাক ব্যবহার করা
চুল মশ্চারাইজার করতে চুলে হেনা ও টক দই এর একটি প্যাক ব্যবহার করতে পারেন। একটি বানাতে প্রয়োজন হেনা, টক দই, মেথি গুঁড়ো ও লেবুর রস একসঙ্গে ভালো ভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। তারপর মাথায় চুলে লাগিয়ে কম করে ৩০ মিনিট রাখতে হবে। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। টক দই চুল মশ্চারাইজ করে, মেথি গুঁড়ো চুল ঝলমলে করে, লেবুর রস খুশকি দূর করে। এই প্যাকটি সপ্তাহে কম করে একদিন ব্যবহার করতে হবে।
৫. চুল হালকা করে বাঁধতে হবে
এই প্রচন্ড গরমে চুল আঁটোসাঁটো অথবা শক্ত করে বাধা যাবে না চুল হালকা করে বাঁধুন।
৬. মাথা ঠান্ডা রাখতে অ্যালোভেরা জেল ব্যবহার
এই প্রচন্ড গরমে অ্যালোভেরার জেল মাথা ঠান্ডা রাখতে ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া কম হবে। অ্যালোভেরার জেল মাথার ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলতে হবে।
৭. তামাটে হয়ে যাওয়া চুলের জন্য কলা ও আমলকির ব্যবহার
পাকা কলা, আমলকির রস, মধু ও মেথি গুঁড়ো একসাথে মিশিয়ে নিলেই প্যাকটি তৈরি হয়ে যাবে। তারপর চুলের ব্যবহার করুন। এটি ব্যবহার করার ফলে লালচে ভাব ও তামাটে হয়ে যাওয়া চুলের সমস্যা ঠিক হয়ে যাবে।
৮. হেয়ার ড্রাই চুল শুকানো যাবে না
এই গরমে চুল তো ঘামবেই, তাই বলে চুলের যত্ন নিতে গিয়ে চুলের ক্ষতি করবেন না। গরম বাতাস চুলের ক্ষতি করে। চুলের ডগা ফেটে যাওয়ার প্রধান কারণ হলো গরম বাতাস।
৯. ছাতা বা স্কাপ ব্যবহার করুন
গরমের রোদে বাইরে বের হলে ছাতা অথবা স্কাপ ব্যবহার করুন।
অনেকের ত্বক সংবেদনশীল হয়। তাই চুলে যদি এইসব পদ্ধতিগুলি করতে গিয়ে কোন রকম সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন।