Kulekhara Benefits: এটা খেলে বাড়বে হিমোগ্লোবিন
Kulekhara Benefits: এটা খেলে বাড়বে হিমোগ্লোবিন |
করোনা সময়ের পর থেকে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে গেছে। অল্পতেই আমরা অসুস্থ হয়ে পড়ছি অনেকেই। আর প্রতি ঘরে ঘরে অ্যানিমিয়া, ডায়াবেটিস, সর্দি-কাশির মতো রোগ চেপে ধরেছে। তবে বেশ কিছু শাক-সবজি রয়েছে, যেগুলো খেলে আপনি সারা বছর ধরে সুস্থ থাকতে পারবেন যদি এই ধরনের শাক পাতা গ্রামে বেশি পাওয়া যায়। আমরা কথা বলতে চাইছি, কুলেখাড়া পাতার কথা। এই পাতার মধ্যে আছে ঔষধি গুণ।
কুলেখাড়া আমাদের বাঙ্গালীদের অতি পরিচিত একটি শাক। আর কুলেখাড়া শাকের মধ্যে ঔষধি গুনও আছে অসংখ্য। স্বাস্থ্যকর খাবারের স্বাদ আমাদের সেরকম ভালো লাগে না, আর কুলেখাড়ার ক্ষেত্রেও একই ব্যাপার। কুলেখাড়ার ভেষজ গুন জানলে আপনারা অবাক হবেন।
এবার আমরা কুলেখাড়ার দু-চারটি ভেষজ গুণ জেনে নেব।
রক্ত ক্ষরণ বন্ধ হয়:
কোথাও কেটে গেলে রক্তপাত বন্ধ না হতে চাইলে, কুলেখাড়া পাতা থেঁতো করে কাটা স্থানে চেপে ধরুন, দেখুন রক্তপাত বন্ধ হয়ে যাবে, আর ক্ষতস্থান ও তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
কুলেখাড়া জয়েন্টে ব্যথা দূর করতে সহায়ক:
কুলেখাড়া শাক জয়েন্টে ব্যথা দূর করতে সাহায্য করে থাকে।
শরীরে হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়ক কুলেখাড়া:
শরীরে হিমোগ্লোবিন এর মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে? কুলেখাড়া পাতার রস। কারণ কুলেখাড়ার মধ্যে আছে বিপুল পরিমাণে আয়রন।