জানেন কি কুলেখাড়া শাকের ক্ষতিকর দিকগুলি :Kulekhara side effect
জানেন কি কুলেখাড়া শাকের ক্ষতিকর দিকগুলি :Kulekhara side effect |
এবার আমরা কুলেখাড়া পাতার বিভিন্ন রকম ব্যবহার ও উপকারিতা গুলি দেখে নেব।
রক্তাল্পতা বা অ্যানিমিয়ার জন্য:
কুলেখাড়া গাছের পাতা ও কান্ডের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা আমাদের অ্যানিমিয়াকে প্রতিরোধ করতে সাহায্য করে। এই গাছের পাতা কাণ্ডের রস খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ও বৃদ্ধি পায়।
আলসার কমানোর জন্য:
কিছু ধরনের আলসার থাকে যেগুলোর মধ্যে ক্ষত বা ঘা এতটাই বেশি হয় যে যেগুলো থেকে রক্তক্ষরণ হতে শুরু হয়। সেগুলো থেকে যেহেতু ভিতরে ভিতরে রক্তক্ষরণ হয়, তাই আমরা কিছু বুঝতে পারি না। কিন্তু শরীরের ভিতরে ক্ষতি হয়ে যায়, অনেক বেশি রক্ত ক্ষরণ হয়ে যায়। এর জন্য কুলেখাড়া পাতা খুবই ভালো। কুলেখাড়া সেই রক্ত বন্ধ করে এবং তার সঙ্গে যেটুকু ব্লাড লস হয়েছে সেইটুকু পূরণ করতে সাহায্য করে।
লিভার সুরক্ষা করে:
শুধুমাত্র শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে কুলেখারা তাই নয়। তার সাথে লিভারকেও সুরক্ষা করে থাকে। খাবার হজম করতে সাহায্য করে। কারণ কুলেখাড়ার মধ্যে আছে বেশ কিছু এনজাইম। তার সাথে লিভার ঠিকঠাক কাজ করে, তাও লক্ষ্য রাখে এই পাতা।
কুলেখাড়া পাতার ক্ষতিকর দিক
- যেসব মহিলারা গর্ভবতী অথবা শিশুকে বুকের দুধ খাওয়ানো তারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খাবেন কুলেখাড়া পাতা।
- যেসব ব্যক্তিরা অ্যালার্জির সমস্যায় ভুগছেন তাদের জন্য কুলেখাড়া পাতা না খাওয়াই ভালো।