গরমে কোন রঙের পোশাক পড়বেন? Summer Clothes
গরমে কোন রঙের পোশাক পড়বেন? Summer Clothes |
এই প্রচন্ড গরমে কোন রঙের পোশাক পরলে আমাদের গরম কম লাগবে, তা আমরা জেনে নেব। কারণ অনেকেই রং আছে যেগুলো তাপ শোষণ করার ক্ষমতা বেশি, আবার বেশ কিছু রং আছে যেগুলো তাপ শোষণ কম করে। তাই এই প্রবল গ্রীষ্মে আমরা কোন ধরনের পোশাক পড়লে আরাম পাব তা জেনে নেব।
গরমকালে সবসময় চেষ্টা করবেন সুতির হালকা রঙের অর্থাৎ লাইট কালারের জামা কাপড় পরার। হালকা রংয়ের কাপড় গুলো তা কম শোষণ করে, আর তাপটাকে রিপ্লেড করে দেয়। তাই তাপটা আপনাকে কম লাগবে। আর গরমও কম লাগবে।
আর আপনি যদি ডিপ কালার বা গাঢ় রং পছন্দ করেন তাহলে আপনি যদি কালো, নেভি ব্লু এই ধরনের রঙের জামা কাপড় পড়েন তাহলে গরম বেশি লাগবে। কারণ এই ধরনের রং গুলো তাপ শোষণ করে আর আপনাকে গরম বেশি লাগাবে।
তাই সব থেকে ভালো হয় যদি আমরা গরমকালে সাদা রংয়ের পোশাক পরি বা সাদা টাইপের পোশাক পরি।
তবে এখন আপনাদের মনে অবশ্যই এই প্রশ্নটা জাগছে যে সবসময় সাদা পোশাক পরবো? এর উত্তর না, আপনাদের সব সময় সাদা পোশাক পড়তে হবে না। সাদা ছাড়াও আরো অনেক রং আছে যেগুলো আপনাদের পড়লে গরম কম লাগবে। সেই রঙের তালিকাটি হল
- Light blue
- light pink
- yellow
- light green
- light Orange
- light sky Blue
- green
- light brown
- off white
- blue
- maroon
- light paste