Bajaj Finance Personal Loan : কিভাবে Bajaj Finance থেকে Personal Loan নেবেন?

Baja Finance Personal Loan
Bajaj Finance Personal Loan

Bajaj Finance Personal Loan: কিভাবে Baja Finance থেকে Personal Loan নেবেন? আপনার হয় তো এমন পরিস্থিতি যে আপনার অর্থের প্রয়োজন আর আপনার কাছে অর্থ নেই তখন, লোনের খুবই প্রয়োজন। তখন আপনি নিশ্চয়ই কোন না কোন ব্যাংকে থেকে লোন নেবেন বা নিচ্ছেন। অথবা আপনি হয় তো সুদের টাকা ধার নিচ্ছেন।

আজকে আমরা আপনাদের সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি। যদি যদি কখনো টাকা লাগে, তাই কারো কাছে টাকা ধার চাইতে হবে না। অনেক সময় এরকম পরিস্থিতি তৈরি হয় যে আপনার অথবা আমাদের টাকার প্রয়োজন হয়। এইরকম পরিস্থিতিতে কি করবেন আপনি। আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে আলোচনা করব Bajaj Finance থেকে Personal Loan কিভাবে নেওয়া যায়। এই লোন নেওয়ার কি সুবিধা অসুবিধা এসব বিষয় নিয়ে আলোচনা করব।

Bajaj Finance Personal Loan-এর বিবরণ:

আপনি Baja Finance থেকে personal Loan সর্বাধিক ৩০,০০,০০০ টাকা পর্যন্ত নিতে পারেন। যাতে সুদের হার হবে ১১% থেকে ৩৭% পর্যন্ত। এই লোনটি শুধুমাত্র ২১ থেকে ৮০ বছরের ব্যক্তিদের দেওয়া যাবে। প্রসেসিং ফি লাগবে ৩.৯৩%। লোনের সময় কাল হবে ৯৬ মাস অর্থাৎ আট বছর

Bajaj Finance Personal Loan এর সুদের হার:

অনলাইন হোক অথবা অফলাইন যেকোনো ধরনের লোন নেওয়ার আগে আপনাদের অবশ্যই সুদের হার সম্পর্কে জেনে নেওয়া দরকার। কারণ লোনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো সুদ, আর যত বেশি সুদ, ততো বেশি গ্রাহকের ক্ষতি। এইরকম পরিস্থিতিতে আপনাদের সুদের হার্ট সম্পর্কে জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যাতে ভবিষ্যতের লোন শোধ করা আপনার জন্য যেন সহজ হয়। Bajaj Finance Personal Loan এর সাহায্যে আপনাকে ১১% বাৎসরিক সুদ দিতে হবে। এরপরেও আপনাকে প্রসেসিং ফি হিসেবে দিতে হবে ৩.৯৩ শতাংশ। তবে প্রসেসিং ফ্রি কিন্তু একবারই দিতে হবে, লোন নেওয়ার সময়ই আপনাকে এই প্রসেসিং ফি দিতে হবে।

Bajaj Finance-এর personal Loan এর যোগ্যতা:

  • Baja Finance-এর personal Loan পেতে গেলে আপনার বয়স কম করে ২১ বছরের বেশি হওয়া উচিত এবং ৮০ বছর বেশি নয়।
  • মাসিক আয় হতে হবে কম করে ২৫,০০০ টাকা।
  • ন্যূনতম লোনের পরিমাণ ৫০,০০০ টাকা।
  • সবচেয়ে বেশি লোনের পরিমাণ ৩০,০০,০০০ টাকা।
  • লোন শোধ করার সময়কাল সব থেকে বেশি ৩০ বছর।
  • আবেদনকারী পেশা অর্থাৎ বেতনপ্রাপ্ত নথি।

Bajaj Finance-এর personal Loan এর প্রয়োজনীয় নথি:

  1. আবেদনপত্র
  2. PAN card 
  3. পরিচয় প্রমাণ হিসাবে – আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ফটো, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স।
  4. ঠিকানার প্রমাণপত্র হিসেবে – আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ফটো, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট।
  5. গত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট।
  6. মাসিক আয় এর সংসদ পত্র তার সাথে বেতন স্লিপ ২ কপি।

Bajaj Finance personal Loan অনলাইনে আবেদন:

  1. Bajaj Finance থেকে অনলাইন এবং অফলাইন দুই ভাবেই লোন নিতে পারেন।
  2. Bajaj Finance থেকে লোন নিতে হলে প্রথমে আপনাকে Bajaj Finance এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।  
  3. তারপর আপনাকে personal Loan বেছে নিতে হবে। 
  4. তারপর আপনার মোবাইল নাম্বার এবং আপনার ফোনে পাঠানো ওটিপি লিখতে হবে।
  5. তারপর আপনার সম্পূর্ণ বিবরণ দিতে হবে, আপনার মৌলিক লোন এর বিবরণ সহ আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  6. তারপর লোন নির্বাচন পেজটি দেখার জন্য, PROCEED তে ক্লিক করতে হবে।
  7. এরপর আপনাকে লোনের পরিমাণ লিখতে হবে। Baja Finance এর পার্সোনাল লোন তিন রকমের হয়। যেমন – Term, Flexi Term, Flexi Hybrid – এদের মধ্যে যে কোন একটিকে বেছে নিতে হবে।
  8. তারপরে লোন পরিশোধ করার মেয়াদ বেছে নিতে হবে। ৬ মাস থেকে ৯৬ মাসের মেয়াদের বিকল্পগুলি বেছে নিতে পারেন, আর PROCEED তে ক্লিক করতে হবে।
  9. এরপর আপনাকে KYC সম্পূর্ণ করার পর আপনাকে ফর্মটি জমা করে দিতে হবে।
  10. তারপর আপনার ফর্মটি পর্যালোচনার জন্য যাবে।
  11. ব্যাঙ্ক আপনার সমস্ত নোথির সত্যতা যাচাই করবে। তারপর আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
  12. এই ভাবে আপনি Baja Finance থেকে personal Loan নিতে পারবেন।

Bajaj Finance এর Helpline Number:

Bajaj Finance এর Helpline Number টি হল ০৮৬৯৮০ ১০১০১

উপসংহার:

আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নিলাম Bajaj Finance Personal Loan সম্পর্কে। আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের বোঝার মত হয়েছে। যদি ভালো লাগে আর যদি আপনাদের উপকারে আসে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানান। সুস্থ থাকুন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *