![]() |
২০২৪ সালে সরস্বতী পুজো কবে, কখন হবে? |
প্রত্যেক বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। আবার এই সরস্বতী পুজোর দিনটি বসন্ত পঞ্চমী নামেও পালিত হয়। স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে।
বিদ্যার দেবীর পুজো করা হয় বলে সরস্বতী পুজোর দিনটি ছাত্র ছাত্রীদের কাছে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ একটি দিন। ছোট বাচ্চাদের এই দিনে প্রথম অক্ষর পরিচয় করানো হয়, একে হাতেখড়ি বলা হয়ে থাকে। এই বছর অর্থাৎ ২০২৪ সালে সরস্বতী পুজোয় বিশেষ শুভ যোগ পড়েছে।
২০২৪ সালে রবি যোগ ও রেবতী নক্ষত্রয় পালিত হবে সরস্বতী পুজো। এই দুটি যোগই যে কোন রকম শুভ কাজ করার জন্য বিশেষ ভাবে উপযুক্ত। এবার আমরা জেনে নেব ২০২৪ সালে কবে সরস্বতী পুজো কখন হবে।
২০২৪ সালে কবে সরস্বতী পুজো?
বৈদিক পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে আবির্ভূতা হয়ে ছিলেন বিদ্যার দেবী সরস্বতী। এই দিনটিতে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করা হয়ে থাকে। এই বছর পঞ্চমী তিথি পড়েছে ১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার বেলা ২টো ৪১ মিনিট থেকে।
আর পঞ্চমী থাকবে ১৪ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার বেলা ১২টা পর্যন্ত। উদয়াতিথি অনুসারে ১৪ ফেব্রুয়ার অর্থাৎ ১লা ফাল্গুন পালিত হবে সরস্বতী পুজো। সেই দিনেই পালন করা হবে বসন্ত পঞ্চমী।
২০২৪ সালে সরস্বতী পুজো শুভ মুহূর্ত
এই বছর সরস্বতী পুজোর শুভ মুহূর্ত থাকবে ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ১লা ফাল্গুন ১৪৩০ সকাল ৭টা ১ মিনিট হইতে বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। এই ৫ ঘণ্টা ৩৫ মিনিট সময় বাগদেবীর আরাধনা করার জন্য সব চেয়ে উপযুক্ত সময়।
উপসংহার:
আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নিলাম ২০২৪ সালে সরস্বতী পুজো কবে, কখন হবে। আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের বোঝার মত হয়েছে। যদি ভালো লাগে আর যদি আপনাদের উপকারে আসে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানান। সুস্থ থাকুন। ধন্যবাদ।