SBI Personal Gold Loan: কিভাবে SBI Bank থেকে Personal Gold Loan নেবেন?

SBI Personal Gold Loan: কিভাবে SBI Bank থেকে Personal Gold Loan নেবেন?

SBI Personal Gold Loan
SBI Personal Gold Loan

কিভাবে SBI Bank থেকে Personal Gold Loan নেবেন? আপনার হয় তো এমন পরিস্থিতি যে আপনার অর্থের প্রয়োজন আর আপনার কাছে অর্থ নেই তখন, লোনের খুবই প্রয়োজন। তখন আপনি নিশ্চয়ই কোন না কোন ব্যাংকে থেকে লোন নেবেন বা নিচ্ছেন। অথবা আপনি হয় তো সুদের টাকা ধার নিচ্ছেন।

আজকে আমরা আপনাদের সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি। যদি যদি কখনো টাকা লাগে, তাই কারো কাছে টাকা ধার চাইতে হবে না। অনেক সময় এরকম পরিস্থিতি তৈরি হয় যে আপনার অথবা আমাদের টাকার প্রয়োজন হয়। এই রকম পরিস্থিতিতে কি করবেন আপনি। আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে আলোচনা করব SBI Bank থেকে Personal Gold Loan কিভাবে নেওয়া যায়। এই লোন নেওয়ার কি সুবিধা অসুবিধা এসব বিষয় নিয়ে আলোচনা করব।

SBI Personal Gold Loan-এর বিবরণ:

আপনি SBI Bank থেকে Personal Gold Loan সর্বাধিক ৫০,০০,০০০ টাকা পর্যন্ত নিতে পারেন। যাতে সুদের হার হবে গড়ে ৯.০৪%। এই লোনটি শুধুমাত্র ২১ থেকে ৭০ বছরের ব্যক্তিদের দেওয়া যাবে। প্রসেসিং ফি লাগবে .২৫%। লোনের সময় কাল হবে ১২ মাস অর্থাৎ এক বছর।

SBI Personal Gold Loan এর সুদের হার:

অনলাইন হোক অথবা অফলাইন যেকোনো ধরনের লোন নেওয়ার আগে আপনাদের অবশ্যই সুদের হার সম্পর্কে জেনে নেওয়া দরকার। কারণ লোনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো সুদ, আর যত বেশি সুদ, ততো বেশি গ্রাহকের ক্ষতি। এইরকম পরিস্থিতিতে আপনাদের সুদের হার্ট সম্পর্কে জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যাতে ভবিষ্যতের লোন শোধ করা আপনার জন্য যেন সহজ হয়। SBI Personal Gold Loan এর সাহায্যে আপনাকে গড়ে ৯.০৪% বাৎসরিক সুদ দিতে হবে। এরপরেও আপনাকে প্রসেসিং ফি হিসেবে দিতে হবে .২৫% শতাংশ। তবে প্রসেসিং ফ্রি কিন্তু একবারই দিতে হবে, লোন নেওয়ার সময়ই আপনাকে এই প্রসেসিং ফি দিতে হবে।

SBI Bank -এর Personal Gold Loan এর যোগ্যতা:

  1. SBI Bank-এর Personal Gold Loan পেতে গেলে আপনার বয়স কম করে ২১ বছরের বেশি হওয়া উচিত এবং ৭০ বছর বেশি নয়।
  2. সোনা ১৮ থেকে ২৪ ক্যারেটের বিশুদ্ধতা হতে হবে।
  3. যেকোনো ব্যক্তি আয়ের স্থায়ী উৎস সহ ব্যাংক কর্মচারী পেনশন ভোগী, সবাই পেতে পারে গোল্ড লোন।
  4. আয়ের প্রমাণ পত্র দরকার নেই।

SBI Bank-এর Gold Loan এর প্রয়োজনীয় নথি:

  • ভোটার কার্ড 
  • আধার কার্ড 
  • পাসপোর্ট সাইজ ফটো দুই কপি 
  • ঠিকানার প্রমাণপত্র সঙ্গে পরিচয় প্রমাণ।
  • নিরক্ষর লোন গ্রহীতাদের ক্ষেত্রে সাক্ষী পত্র।

SBI Personal Gold Loan অনলাইনে আবেদন:

  1.  SBI Bank থেকে অনলাইন এবং অফলাইন দুই ভাবেই লোন নিতে পারেন।
  2. SBI Bank থেকে লোন নিতে হলে প্রথমে আপনাকে SBI Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অথবা yono অ্যাপ ডাউনলোড করতে হবে। 
  3. তারপর Gold Loan লিংকে ক্লিক করতে হবে।
  4. তারপর আপনাকে দুটি নতুন পেজ পুনর্ নির্দেশিত করা হবে এবং SBI এর মাধ্যমে অফার করা Gold Loan এর পরিসরে আপনার সামনে খোলা হবে।
  5. তারপর আপনি যে লোন নিতে চান সেই লোনে ক্লিক করবেন।
  6. লোন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য গুলি ভালো ভাবে পড়বেন এবং যোগ্যতা নিশ্চিত করবেন।
  7. তারপর Apply Now ক্লিক করবেন।
  8. তারপর আপনি লোন অফার গুলি চেক করবেন এবং যে লোন নিতে চান সেটা বেছে নেবেন।
  9. তারপর আবেদন পত্রে একাউন্ট নাম্বার আপনার ঠিকানা নাম ইত্যাদি প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য লিখতে হবে।
  10. তারপরে আপনার গোল্ড অরনামেন্ট গুলিকে সিলেক্ট করতে হবে, কি কি আছে সেগুলি।
  11. তারপর আপনার সোনার কোয়ালিটি কেমন কত ক্যারেটের সোনা সেটা লিখতে হবে।
  12. তারপর আপনার সোনা কত গ্রাম সেটা লিখতে হবে।
  13. তারপর Nest করে পরের পেজে যেতে হবে।
  14. তারপর লোনের পরিমাণ সিলেক্ট করতে হবে।
  15. লোন পরিশোধের সময়সীমা সিলেক্ট করতে হবে।
  16. SBI Personal Liquid Gold Loan সিলেট করতে হবে।
  17. তারপর Nest পেজে যাবেন।
  18. তারপর পার্সোনাল ডিটেলস দেখতে পাবেন।
  19. তারপর আপনাকে ব্যাংক ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে।
  20. তারপর Submit করতে হবে।
  21. তারপর SBI Bank এর যোগাযোগ করতে হবে।

অথবা,

  •  আপনাকে 1800-1234/1800 2100 ডায়াল করতে হবে অথবা যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে আবেদন করুন।
  • SBI Bank এর যোগাযোগ কেন্দ্র থেকে কল ব্যাক পেতে 7208933143 নম্বরে একটি মিসড কল দিতে পারেন অথবা 7208933145 নম্বরে “GOLD” SMS করতে পারেন।

SBI Bank এর Helpline Number:

SBI Bank এর Helpline Number – 1800-1234/1800 2100

SBI Bank এর যোগাযোগ কেন্দ্র থেকে কল ব্যাক পেতে 7208933143 নম্বরে একটি মিসড কল দিতে পারেন অথবা 7208933145 নম্বরে “GOLD” SMS করতে পারেন।

উপসংহার:

আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নিলাম SBI Personal Gold Loan সম্পর্কে। আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের বোঝার মত হয়েছে। যদি ভালো লাগে আর যদি আপনাদের উপকারে আসে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানান। সুস্থ থাকুন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *